ETV Bharat / city

CBI Summons Anubrata : ভোট-পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলকে আগামিকাল হাজিরার নির্দেশ সিবিআইয়ের - CBI Summons Anubrata

ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই (CBI summons Anubrata) ৷ এ বার ভোট-পরবর্তী হিংসার মামলায় আগামিকাল অনুব্রতকে সিবিআইয়ের অফিসে হাজিরা দিতে বলা হয়েছে (Post poll violence case) ৷

CBI Summons Anubrata Mandal on Post Poll Violence Case
CBI Summons Anubrata
author img

By

Published : Jun 1, 2022, 12:54 PM IST

কলকাতা, 1 জুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই (CBI summons Anubrata)। জানা গিয়েছে, আগামিকাল বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই (Post poll violence case)।

প্রসঙ্গত, এর আগেও দু'বার ভোট-পরবর্তী হিংসার মামলায় হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল । বর্তমানে তিনি বীরভূমে নিজের বাড়িতে রয়েছেন । ঘনিষ্ঠ মহলের দাবি অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । এর আগেও তাঁর আইনজীবীর তরফে সিবিআই-এর কাছে লিখিতভাবে জানানো হয় অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । ফলে সিবিআই দফতরে এসে হাজিরা দেওয়া অনুব্রত মণ্ডলের পক্ষে সম্ভব নয় । যদি সিবিআই চায় তাহলে তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে একাধিকবার রাজ্যের ভোট-পরবর্তী হিংসার মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয় । কিন্তু ভোট-পরবর্তী হিংসার মামলার একবারও সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল (CBI Summons Anubrata Mandal on Post Poll Violence Case)। সম্প্রতি রাজ্যে গরুপাচার কাণ্ডে একবার কলকাতার নিজাম প্যালেসে এসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি । তারপর তাঁকে ফের নিজাম প্যালেসে গরুপাচার কাণ্ডে তলব করা হলেও তিনি আসেননি ।

আরও পড়ুন : CBI summons Anubrata: ফের বিপাকে অনুব্রত, এবার ভোট পরবর্তী হিংসায় তলব সিবিআইয়ের

যদিও ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের তাঁকে সময় দেওয়া হবে না জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাবে সিবিআই, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

কলকাতা, 1 জুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই (CBI summons Anubrata)। জানা গিয়েছে, আগামিকাল বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই (Post poll violence case)।

প্রসঙ্গত, এর আগেও দু'বার ভোট-পরবর্তী হিংসার মামলায় হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল । বর্তমানে তিনি বীরভূমে নিজের বাড়িতে রয়েছেন । ঘনিষ্ঠ মহলের দাবি অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । এর আগেও তাঁর আইনজীবীর তরফে সিবিআই-এর কাছে লিখিতভাবে জানানো হয় অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । ফলে সিবিআই দফতরে এসে হাজিরা দেওয়া অনুব্রত মণ্ডলের পক্ষে সম্ভব নয় । যদি সিবিআই চায় তাহলে তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ।

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে একাধিকবার রাজ্যের ভোট-পরবর্তী হিংসার মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয় । কিন্তু ভোট-পরবর্তী হিংসার মামলার একবারও সিবিআই দফতরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল (CBI Summons Anubrata Mandal on Post Poll Violence Case)। সম্প্রতি রাজ্যে গরুপাচার কাণ্ডে একবার কলকাতার নিজাম প্যালেসে এসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তিনি । তারপর তাঁকে ফের নিজাম প্যালেসে গরুপাচার কাণ্ডে তলব করা হলেও তিনি আসেননি ।

আরও পড়ুন : CBI summons Anubrata: ফের বিপাকে অনুব্রত, এবার ভোট পরবর্তী হিংসায় তলব সিবিআইয়ের

যদিও ভোট-পরবর্তী হিংসার ঘটনায় ফের তাঁকে সময় দেওয়া হবে না জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাবে সিবিআই, সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.