ETV Bharat / city

SSC Group D Recruitment Case : 4 আধিকারিককে আজ পুনরায় তলব সিবিআইয়ের, অপেক্ষা প্রধান বিচারপতির নির্দেশের - CBI Summons 4 SSC Officers to Nizam Palace once again

সোমবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্যকে পুনরায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা (CBI Summons 4 SSC Officers to Nizam Palace once again) ৷ সোমবার সংশ্লিষ্ট চার আধিকারিককে তাদের দফতরে নেওয়ার ব্যাপারে পুলিশকেও কড়া নির্দেশ সিবিআইয়ের ৷

SSC Group D Recruitment Case
4 আধিকারিককে আজ পুনরায় তলব সিবিআই'য়ের, তবে প্রধান বিচারপতির নির্দেশের অপেক্ষা
author img

By

Published : Apr 4, 2022, 1:01 PM IST

কলকাতা, 4 এপ্রিল : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক গত শনিবার সিবিআই সমন পাঠালেও তা এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। সোমবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্যকে পুনরায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা (CBI Summons 4 SSC Officers to Nizam Palace once again) ৷ সোমবার সংশ্লিষ্ট চার আধিকারিককে তাদের দফতরে নেওয়ার ব্যাপারে পুলিশকেও কড়া নির্দেশ সিবিআইয়ের ৷ সূত্রের খবর, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে বেলা 2টোর সময় এস আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক) এবং পিকে বন্দ্যোপাধ্যায়কে (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি) নিজাম প্যালেসে হাজির করানোর জন্য ৷

বেলা তিনটেয় বাকি দুই আধিকারিককে সিবিআই দফতরে হাজির করানোর বিষয়টি দেখবেন কমিশনার অফ পুলিশ বিধাননগর ৷ কিন্তু এখানেই গল্পে রয়েছে টুইস্ট ৷ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্য হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ শুক্রবার সেই আবেদন গ্রহণ না-করায় বহাল ছিল সিঙ্গল বেঞ্চের রায় ৷ সোমবার ডিভিশন বেঞ্চে পুনরায় মামলার শুনানির কথা ছিল ৷ কিন্তু এসএসসি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : এসএসসি দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্য এবং উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ বেলা 1টায় প্রধান বিচারপতি শান্তিপ্রসাদ সিনহা-সহ চার আধিকারিকের আবেদন শুনবেন ৷ এরপর প্রধান বিচারপতির নির্দেশ মতোই প্রাক্তন নজরদারি কমিটির 5 সদস্যকে নিয়ে পদক্ষেপ করবে পুলিশ এবং তদন্তকারী সংস্থা ৷ সেক্ষেত্রে আজ 4 আধিকারিককে সিবিআই দফতরে হাজিরা হতে হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ পাশাপাশি শান্তিপ্রসাদ সিনহাকে নিয়ে প্রধান বিচারপতির নির্দেশের দিকেও তাকিয়ে সবাই ৷

কলকাতা, 4 এপ্রিল : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক গত শনিবার সিবিআই সমন পাঠালেও তা এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। সোমবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্যকে পুনরায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা (CBI Summons 4 SSC Officers to Nizam Palace once again) ৷ সোমবার সংশ্লিষ্ট চার আধিকারিককে তাদের দফতরে নেওয়ার ব্যাপারে পুলিশকেও কড়া নির্দেশ সিবিআইয়ের ৷ সূত্রের খবর, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে বেলা 2টোর সময় এস আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক) এবং পিকে বন্দ্যোপাধ্যায়কে (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি) নিজাম প্যালেসে হাজির করানোর জন্য ৷

বেলা তিনটেয় বাকি দুই আধিকারিককে সিবিআই দফতরে হাজির করানোর বিষয়টি দেখবেন কমিশনার অফ পুলিশ বিধাননগর ৷ কিন্তু এখানেই গল্পে রয়েছে টুইস্ট ৷ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্য হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ শুক্রবার সেই আবেদন গ্রহণ না-করায় বহাল ছিল সিঙ্গল বেঞ্চের রায় ৷ সোমবার ডিভিশন বেঞ্চে পুনরায় মামলার শুনানির কথা ছিল ৷ কিন্তু এসএসসি দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেছে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : এসএসসি দুর্নীতি মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন নজরদারি কমিটির বাকি 4 সদস্য এবং উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ বেলা 1টায় প্রধান বিচারপতি শান্তিপ্রসাদ সিনহা-সহ চার আধিকারিকের আবেদন শুনবেন ৷ এরপর প্রধান বিচারপতির নির্দেশ মতোই প্রাক্তন নজরদারি কমিটির 5 সদস্যকে নিয়ে পদক্ষেপ করবে পুলিশ এবং তদন্তকারী সংস্থা ৷ সেক্ষেত্রে আজ 4 আধিকারিককে সিবিআই দফতরে হাজিরা হতে হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ পাশাপাশি শান্তিপ্রসাদ সিনহাকে নিয়ে প্রধান বিচারপতির নির্দেশের দিকেও তাকিয়ে সবাই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.