কলকাতা, 2 মে : রামপুরহাটের বগটুই গ্রামে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তীতে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই (CBI Submits Report to Calcutta High Court) ৷ সোমবার কলকাতা হাইকোর্টে এই তদন্ত নিয়ে দ্বিতীয় অগ্রগতি রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ উল্লেখ্য বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু হয়েছিল 9 জনের ৷
সূত্রের খবর, ভাদু শেখের খুনের ঘটনার তদন্তে নেমে (CBI in Bhadu Sheikh Murder Probe) এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এই রিপোর্টে তা উল্লেখ করেছে সিবিআই । জানা গিয়েছে, এই ঘটানায় সিবিআইকে কিছু না জানিয়ে দু'জনকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়েছে । এই ব্যাপারে সিবিআইকে নিম্ন আদালতের নির্দেশের কপি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ । আগামী 10 মে এই মামলার পরবর্তী শুনানি ৷
আরও পড়ুন : কেন গরমের ছুটি দেড় মাস ? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
এদিন মামলার শুনানিতে এক মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "দু'জন অভিযুক্ত কমবয়সি বলে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে, হাইকোর্ট স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করে তাদের জামিন বাতিল করুক । কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিক হাইকোর্ট।" সিবিআইয়ের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতে তাড়াহুড়ো করা হয়েছে । সিবিআইকে কিছু জানানো হয়নি ।" এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চান সিবিআই জামিন বাতিল করার আবেদন জানিয়েছিল কি না । সিবিআইয়ের তরফে জানানো হয় তারা আবেদন করেনি, এবিষয়ে উচ্চ আদালতের রায়ের দিকেই তারা তাকিয়ে আছে ৷ আর এক আইনজীবী কৌস্তুভ বাগচি এপ্রসঙ্গে বলেন, "নিম্ন আদালত থেকে বিচার প্রক্রিয়া সরিয়ে অন্য জেলায় নিয়ে যাওয়া হোক ।"এই সমস্ত ব্যাপারে আগামী 10 মে পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । তার আগে সিবিআইকে নিম্ন আদালতের নির্দশের কপি হাইকোর্টে জমা দিতে হবে ৷