কলকাতা, 30 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) আলিপুর আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। এর আগে নগর-দায়রা আদালতে শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। মামলার তদন্ত শুরু হওয়ার 46 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ সিবিআই'য়ের (CBI submits chargesheet on Group C recruitment) । চার্জশিটে নাম রয়েছে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান এসপি সিনহা, অশোকা সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট 16 জনের।
প্রসঙ্গত, গ্রুপ-সি নিয়োগ মামলায় চলতি বছর 11 ফেব্রুয়ারি সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ 350 জন প্রার্থীকে প্যানেলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ বে-আইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। পরে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের তিন সদস্যের কমিটি প্রাথমিক অনুসন্ধান করে হাইকোর্টে রিপোর্ট পেশ করে ৷ সেখানে সম্পূর্ণ বে-আইনি পদ্ধতিতে 350 জনকে নিয়োগের বিষয়টিতে কার্যত মান্যতা দেওয়া হয় ৷ কাঠগড়ায় দাঁড় করানো হয় নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ অশোক কুমার সাহা, স্মরজিৎ আচার্য এবং আরও দুই সদস্যকে।
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে 350 জন প্রার্থীর চাকরি বাতিল করার নির্দেশ দেন। একইসঙ্গে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশে বলা হয় উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য-সহ এতে যদি কোনও সরকারি আধিকারিকও জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই কারণেই 16 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷