ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই, সিট - কলকাতা হাইকোর্ট

রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই ও সিট ৷ সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই তদন্তের অগ্রগতি রিপোর্ট (Investigation Progress Report of Post Poll Violence) পেশ করে সিবিআই ও সিট ৷ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 24 জানুয়ারি ৷

cbi sit submit investigation progress report of post poll violence cases to calcutta high court
Post Poll Violence : ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই, সিট
author img

By

Published : Jan 3, 2022, 4:05 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট (Investigation Progress Report of Post Poll Violence) পেশ করল সিবিআই (CBI) ও সিট (SIT) ৷ মামলাকারীদের অভিযোগ, বিধানসভা ভোটের পর আট-ন’মাস কেটে গেলেও এখনও হিংসার শিকার বহু মানুষ তাঁদের বাড়ি ফিরতে পারেননি ৷ এমনকী, এখনও নতুন নতুন হিংসার অভিযোগ সামনে আসছে ৷ বিষয়টি জানার পর রাজ্য পুলিশের ডিজিকে আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Calcutta High Court: তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021) পর রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা রুজু করা হয় ৷ এর মধ্যে প্রথম মামলাটি করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস নামে হাইকোর্টেরই এক আইনজীবী ৷ তারপর মামলা করেন বিজেপি নেত্রী তথা এন্টালি বিধানসভা কেন্দ্র ও পরবর্তীতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ সোমবার মামলার শুনানিতে প্রিয়াঙ্কা জানান, বিধানসভা ভোটের এতদিন পরও শ্যামনগর এলাকার 54 জন বিজেপি সমর্থককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না ৷ তাঁরা বাড়িও ফিরতে পারছেন না ৷ এঁরা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন ৷ সেই কারখানার ভিতরেই এই বিজেপি সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ ঘটনার জন্য তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীদের কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ গত 18 সেপ্টেম্বর এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷

কলকাতা হাইকোর্টে চলছে ভোট পরবর্তী মামলা ৷

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অবশ্য এই সমস্ত অভিযোগ একবাক্যে খারিজ করে দেন ৷ তাঁর পাল্টা দাবি, শ্যামনগরের ওই কারখানায় যে ঘটনা ঘটেছে, সেটা একেবারেই মালিকপক্ষ বনাম কর্মীদের অভ্যন্তরীণ বিবাদ ৷ এর সঙ্গে ভোট বা রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ এরপরই অ্যাডভোকেট জেনারেল জানান, গোটা ঘটনা ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে ৷ পুলিশ যাতে সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে, তার জন্য আদালতের কাছে দু’সপ্তাহের সময়ও চেয়ে নেন সৌমেন্দ্রনাথ ৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর তা মঞ্জুর করেন দুই বিচারপতি ৷

অন্যদিকে, মামলার শুনানিতে বিশেষ তদন্তকারী দলের (সিট) তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে সিট-এর কাছে প্রায় 700 অভিযোগ জমা পড়েছিল ৷ তার মধ্যে আর মাত্র 10টি অভিযোগের তদন্তের কাজ বাকি আছে ৷ বাকি সব মামলাতেই সিট চার্জশিট দিয়ে দিয়েছে ৷ আর এক মামলাকারীর তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘‘সিট কীভাবে সংশ্লিষ্ট অভিযোগগুলির তদন্ত করছে, তা প্রকাশ্যে আনার নির্দেশ দিক আদালত ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

এর পাশাপাশি সিবিআই ও কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘খুন সংক্রান্ত 51টি অভিযোগ সিবিআইয়ের হাতে এসেছিল ৷ তার মধ্যে 38টি ঘটনার এখনও তদন্ত করছে সিবিআই ৷ 10টি ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে ৷ দু’টি অভিযোগের তদন্তের ভার সিটের হাতে স্থানান্তরিত করা হয়েছে ৷ এছাড়া, ধর্ষণ সংক্রান্ত 64টি অভিযোগ সিবিআইয়ের হাতে এসেছিল ৷ তার মধ্যে 39টি ঘটনায় অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এর মধ্যে 21টি মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে ৷ চারটি মামলার তদন্ত এখনও চলছে ৷’’ এই মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে আগামী 24 জানুয়ারি ৷

কলকাতা, 3 জানুয়ারি : রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের অগ্রগতি রিপোর্ট (Investigation Progress Report of Post Poll Violence) পেশ করল সিবিআই (CBI) ও সিট (SIT) ৷ মামলাকারীদের অভিযোগ, বিধানসভা ভোটের পর আট-ন’মাস কেটে গেলেও এখনও হিংসার শিকার বহু মানুষ তাঁদের বাড়ি ফিরতে পারেননি ৷ এমনকী, এখনও নতুন নতুন হিংসার অভিযোগ সামনে আসছে ৷ বিষয়টি জানার পর রাজ্য পুলিশের ডিজিকে আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : Calcutta High Court: তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021) পর রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা ৷ এই ঘটনায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা রুজু করা হয় ৷ এর মধ্যে প্রথম মামলাটি করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস নামে হাইকোর্টেরই এক আইনজীবী ৷ তারপর মামলা করেন বিজেপি নেত্রী তথা এন্টালি বিধানসভা কেন্দ্র ও পরবর্তীতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ সোমবার মামলার শুনানিতে প্রিয়াঙ্কা জানান, বিধানসভা ভোটের এতদিন পরও শ্যামনগর এলাকার 54 জন বিজেপি সমর্থককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না ৷ তাঁরা বাড়িও ফিরতে পারছেন না ৷ এঁরা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন ৷ সেই কারখানার ভিতরেই এই বিজেপি সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ ঘটনার জন্য তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীদের কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ গত 18 সেপ্টেম্বর এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷

কলকাতা হাইকোর্টে চলছে ভোট পরবর্তী মামলা ৷

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অবশ্য এই সমস্ত অভিযোগ একবাক্যে খারিজ করে দেন ৷ তাঁর পাল্টা দাবি, শ্যামনগরের ওই কারখানায় যে ঘটনা ঘটেছে, সেটা একেবারেই মালিকপক্ষ বনাম কর্মীদের অভ্যন্তরীণ বিবাদ ৷ এর সঙ্গে ভোট বা রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ এরপরই অ্যাডভোকেট জেনারেল জানান, গোটা ঘটনা ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে ৷ পুলিশ যাতে সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পারে, তার জন্য আদালতের কাছে দু’সপ্তাহের সময়ও চেয়ে নেন সৌমেন্দ্রনাথ ৷ দু’পক্ষের বক্তব্য শোনার পর তা মঞ্জুর করেন দুই বিচারপতি ৷

অন্যদিকে, মামলার শুনানিতে বিশেষ তদন্তকারী দলের (সিট) তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে সিট-এর কাছে প্রায় 700 অভিযোগ জমা পড়েছিল ৷ তার মধ্যে আর মাত্র 10টি অভিযোগের তদন্তের কাজ বাকি আছে ৷ বাকি সব মামলাতেই সিট চার্জশিট দিয়ে দিয়েছে ৷ আর এক মামলাকারীর তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘‘সিট কীভাবে সংশ্লিষ্ট অভিযোগগুলির তদন্ত করছে, তা প্রকাশ্যে আনার নির্দেশ দিক আদালত ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট

এর পাশাপাশি সিবিআই ও কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর বলেন, ‘‘খুন সংক্রান্ত 51টি অভিযোগ সিবিআইয়ের হাতে এসেছিল ৷ তার মধ্যে 38টি ঘটনার এখনও তদন্ত করছে সিবিআই ৷ 10টি ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে ৷ দু’টি অভিযোগের তদন্তের ভার সিটের হাতে স্থানান্তরিত করা হয়েছে ৷ এছাড়া, ধর্ষণ সংক্রান্ত 64টি অভিযোগ সিবিআইয়ের হাতে এসেছিল ৷ তার মধ্যে 39টি ঘটনায় অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এর মধ্যে 21টি মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে ৷ চারটি মামলার তদন্ত এখনও চলছে ৷’’ এই মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে আগামী 24 জানুয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.