কলকাতা, 9 ফেব্রুয়ারি : গরুপাচার কাণ্ডে এবার নোটিশ দেবকে ৷ অভিনেতা-সাংসদকে তলব করেছে সিবিআই (CBI sends notice to Dev) ৷ 15 ফেব্রুয়ারি সাংসদকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ৷ এনিয়ে দেবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে এনামুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই । এই এনামুল হকের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে যে সকল ব্যবসায়ী কাজ করত তাদের নামও জানতে পেরেছে সিবিআই ৷ গোটা ঘটনাটি পরিষ্কার করে নেওয়ার জন্য দেবের সঙ্গে কথা বলা তাদের অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা ।
দীর্ঘদিন ধরে রাজ্যে গরুপাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই । একাধিক তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ঘেঁটে দেখা যাচ্ছে তদন্তে একাধিকবার অভিনেতা দেবের নাম উঠে এসেছে । সিবিআই সূত্রে জানা গিয়েছে, এছাড়াও গরুপাচার কাণ্ডে এখনও পর্যন্ত একাধিক জনের সাক্ষ্য গ্রহণ করেছে সিবিআই । সেই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে গোয়েন্দারা দেবের নাম জানতে পারেন ৷
আরও জানা যাচ্ছে, শুধুমাত্র সাক্ষ্যগ্রহণ নয়, দেবের নাম উঠে এসেছে একাধিক নথিতেও । গরুপাচার কাণ্ডে কলকাতা, শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র হাতে আসে সিবিআইয়ের । সেই কাগজপত্রেও দেবের নাম পাওয়া যায় ৷ ফলে গোটা ঘটনাটি একবার পরিষ্কার করে নেওয়ার জন্য দেবের সঙ্গে কথা বলা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই গোয়েন্দারা ৷ তাই আগামী সোমবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়েছে ৷
অর্থাৎ দেবের বিরুদ্ধে যে আংশিক প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন সেই প্রমাণ ফের একবার পরিষ্কার করার জন্য দেবের সঙ্গে কথা বলা তাদের অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মনোনয়ন জমা নিয়ে উত্তেজনা দিনহাটায়, মিহির গোস্বামীকে গো-ব্যাক ধ্বনি