কলকাতা, 12 মার্চ : কয়লা পাচারকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনক গম্ভীরের স্বামীকে নোটিস পাঠাল সিবিআই । পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরকেও । সিবিআই সূত্রে খবর, চলতি মাসের 15 তারিখ নিজ়াম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : ফের সিটি স্ক্যান হল মমতার
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়েছিল সিবিআই । তাঁর পঞ্চসায়রের ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সিবিআই সূত্রে খবর, জেরা করে সন্তুষ্ট হয়নি গোয়েন্দারা । তাই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামীকে নোটিস পাঠানো হয়েছে ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মেনকা গম্ভীরের মাধ্যমে কয়লা পাচারের টাকা সরাসরি লন্ডনের ব্যাঙ্কে জমা হত ৷ পাশাপাশি অভিযোগ, বিনয় মিশ্রের অ্যাকাউন্টের মাধ্যমে অনেকবার টাকার লেনদেন হয়েছিল । মূলত, এই টাকা লেনদেনের বিষয়টি জানতেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে । ইতিমধ্যেই কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করেছে সিবিআই ৷