কলকাতা, 10 অক্টোবর : এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর (Subires Bhattacharyya) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই (CBI) । সোমবার ফের ভার্চুয়ালি সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর আদালতে তোলা হয় ৷ তখন সিবিআইয়ের তরফে জানানো হয় যে সুবীরেশের নির্দেশেই প্রার্থীদের মার্কশিটের নম্বর পরিবর্তন করা হত । সেই কারণে তাঁর বিচারবিভাগীয় হেফাজত আরও কিছুদিন বাড়ানো হোক । তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন । তাঁকে এখনই জামিন দিলে তথ্য প্রমাণ লোপাটও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সিবিআই ।
যদিও সুবীরশ ভট্টাচার্যের তরফে আইনজীবী তমাল মুখোপাধ্যায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের (Alipore Special CBI Court) বিচারককে জানান, তাঁর মক্কেল শারীরিক ভাবে অসুস্থ । ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে । জেলের খাবার খেতে পারছেন না । ফলে শরীর আরও খারাপ হচ্ছে ।
সিবিআইয়ের দেওয়া ‘বৃহত্তর ষড়যন্ত্র’ আর ‘প্রভাবশালী ব্যক্তিত্ব’, এই যুক্তির ব্যাপারে তিনি বলেন, সিবিআইয়ের হাতে আর কিছু নেই ৷ এই দু’টো বিষয় তারা প্রথম থেকেই বলে আসছে । সুবীরেশ তদন্তে সহযোগিতা করেছেন । তাঁর কাছ থেকে কোনও রকম দুর্নীতি সংক্রান্ত নথি বা কিছু উদ্ধার হয়নি । তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য ছিলেন । তাঁর সম্মান এবং বয়সের কথা বিবেচনা করে জামিন দেওয়া উচিত ৷
পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের সিবিআইয়ের যুক্তির ব্যাপারে তমাল মুখোপাধ্যায় বলেন, "একজন হেফাজতে থাকাকালীন কীভাবে তথ্য প্রমাণ লোপাট করবেন ? একটা যুক্তি থাকতে হবে তো !’’ শুনানি শেষে সুবীরেশ ভট্টাচার্যের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ 19 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে আদালত ৷
আরও পড়ুন : এসএসসি দুর্নীতিতে ধৃত সুবীরেশকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত