ETV Bharat / city

Post Poll Violence : মৃত অভিজিতের মায়ের বয়ান রেকর্ড সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের মায়ের বয়ান রেকর্ড করল সিবিআই (CBI) ৷ এর পাশাপাশি মৃতের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে তাঁদের দিয়ে সাদা কাগজে সই করানোর অভিযোগও আনা হয়েছে ৷

মৃত অভিজিতের মায়ের বয়ান রেকর্ড সিবিআইয়ের
মৃত অভিজিতের মায়ের বয়ান রেকর্ড সিবিআইয়ের
author img

By

Published : Sep 6, 2021, 9:17 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : বয়ান রেকর্ড করে তদন্তের কেস ডায়েরিকে শক্তিশালী করছে সিবিআই (CBI) । সেই লক্ষ্যেই মৃত বিজেপি সমর্থক অভিজিতের মায়ের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর । কীভাবে অভিজিৎ সরকারের মৃত্যু হয়েছিল ? কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে ? কীভাবে দেহটি প্রথমে দেখেছিলেন তিনি ? সমস্তই সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে তুলে ধরেন অভিজিতের মা ।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ তুলেছেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার । সিবিআই এই ঘটনায় তদন্তভার নেওয়ার পর থেকেই এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

এবার ভোট পরবর্তী হিংসার মামলায় উঠে এল সাদা কাগজে সই করানোর অভিযোগও । কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের অভিযোগ, কলকাতা পুলিশের দু'জন সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ সিবিআই সূত্রে খবর, অভিজিৎ সরকারের মৃত্যুর পর কলকাতা পুলিশের তরফে তাঁদের পরিবারকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় । প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিজের তদন্তভার চালিয়ে না গিয়ে, সাদা কাগজে সই করাল ? তদন্তের ক্ষেত্রে কি মৃতের পরিবার কিংবা অন্য কাউকে দিয়ে পুলিশ সাদা কাগজে সই করাতে পারে ? এনিয়ে সিবিআইয়ের কাছে বিশেষ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের দাবি, ওই দুই পুলিশ আধিকারিককে ডেকে জেরা করুক সিবিআই ।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই সিবিআইয়ের নজরে রয়েছে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক । এবার কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের দুই সাব-ইন্সপেক্টরও নজরে এলেন ৷ তাঁদের এবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা একাধিকবার অভিজিৎ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গিয়েছেন । এছাড়াও যে জায়গায় অভিজিতের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার ভিডিওগ্রাফিও করেছেন গোয়েন্দারা । অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে, গোটা ঘটনাটি পরিষ্কার করার জন্য সিবিআইয়ের নজরে থাকা পুলিশ আধিকারিকদের তলব করা হবে বলে সিবিআই সূত্রের খবর ।

আরও পড়ুন : Post Poll Violence Case: 2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

কলকাতা, 6 সেপ্টেম্বর : বয়ান রেকর্ড করে তদন্তের কেস ডায়েরিকে শক্তিশালী করছে সিবিআই (CBI) । সেই লক্ষ্যেই মৃত বিজেপি সমর্থক অভিজিতের মায়ের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর । কীভাবে অভিজিৎ সরকারের মৃত্যু হয়েছিল ? কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে ? কীভাবে দেহটি প্রথমে দেখেছিলেন তিনি ? সমস্তই সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে তুলে ধরেন অভিজিতের মা ।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ তুলেছেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার । সিবিআই এই ঘটনায় তদন্তভার নেওয়ার পর থেকেই এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।

এবার ভোট পরবর্তী হিংসার মামলায় উঠে এল সাদা কাগজে সই করানোর অভিযোগও । কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের অভিযোগ, কলকাতা পুলিশের দু'জন সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ সিবিআই সূত্রে খবর, অভিজিৎ সরকারের মৃত্যুর পর কলকাতা পুলিশের তরফে তাঁদের পরিবারকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় । প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিজের তদন্তভার চালিয়ে না গিয়ে, সাদা কাগজে সই করাল ? তদন্তের ক্ষেত্রে কি মৃতের পরিবার কিংবা অন্য কাউকে দিয়ে পুলিশ সাদা কাগজে সই করাতে পারে ? এনিয়ে সিবিআইয়ের কাছে বিশেষ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের দাবি, ওই দুই পুলিশ আধিকারিককে ডেকে জেরা করুক সিবিআই ।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই সিবিআইয়ের নজরে রয়েছে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক । এবার কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের দুই সাব-ইন্সপেক্টরও নজরে এলেন ৷ তাঁদের এবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা একাধিকবার অভিজিৎ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে গিয়েছেন । এছাড়াও যে জায়গায় অভিজিতের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার ভিডিওগ্রাফিও করেছেন গোয়েন্দারা । অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে, গোটা ঘটনাটি পরিষ্কার করার জন্য সিবিআইয়ের নজরে থাকা পুলিশ আধিকারিকদের তলব করা হবে বলে সিবিআই সূত্রের খবর ।

আরও পড়ুন : Post Poll Violence Case: 2 পুলিশকর্তার বিরুদ্ধে সিবিআইয়ে অভিযোগ মৃত বিজেপি সমর্থকের পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.