ETV Bharat / city

এক অভিযুক্ত কখনও তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না : তুষার মেহতা - অনুপ মাঝি

বেআইনি কয়লা পাচারকাণ্ডে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল সিবিআই ৷ আজ সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই সিবিআইয়ের তরফে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরোধিতা করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷

cbi reapple the case to division bench of calcutta high court on coal smuggilng case
এক অভিযুক্ত কখনও তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না : তুষার মেহতা
author img

By

Published : Feb 9, 2021, 7:20 PM IST

কলকাতা 9 ফেব্রুয়ারি: একজন অভিযুক্ত কখনও তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না । অনুপ মাঝি সংক্রান্ত মামলায় মন্তব্য সলিসিটর জেনারেল তুষার মেহতার। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে গতকাল ডিভিশন বেঞ্চে আপিল করেছিল সিবিআই ৷ আজ বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে এই মন্তব্য করেন।


সলিসিটর জেনারেল তুষার মেহতা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি থেকে কলকাতা হাইকোর্টের শুনানিতে অংশ নিয়েছিলেন । সিবিআইয়ের তরফে তিনি বলেন, ‘‘সিবিআই হোক বা সিআইডি অনুপ মাঝিকে তদন্তের মুখোমুখি হতেই হবে । একজন অভিযুক্ত তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না । রেলের জায়গায় কেন্দ্রীয় সরকারের অফিসারদের সাথে যোগসাজোশ করে বেআইনি কয়লা উত্তোলন ও পাচারের কাজে যুক্ত অনুপ মাঝি। আন্তঃরাজ্য প্রভাব রয়েছে এই চক্রের। এরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে, রাজ্যের অনুমতি ছাড়াই সিবিআই তদন্ত করতে পারে । পাশাপাশি এখানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। মাঝপথে কখনও সেই তদন্ত আটকানো যায় না। বিহারে একাধিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়েছে।’’ অন্যদিকে, রাজ্যের তরফের এডভোকেট জেনারেল আজও রাজ্যের উক্ত এলাকায় সিবিআই সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারেনা বলে একাধিক যুক্তি দেন ৷ আগামীকাল আবারও এই মামলার শুনানি রয়েছে ।

আরও পড়ুন : পৌরভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
কয়লা পাচারকাণ্ডে যুক্ত অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় গত 3 ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এক নির্দেশে জানিয়েছিল, রেলের এলাকায় নির্বিঘ্নে তদন্ত করতে পারে সিবিআই। পাশাপাশি রাজ্যের এলাকায়ও তদন্ত করতে পারে ৷ কিন্তু, রাজ্যের আওতাধীন এলাকায় রাজ্যের অনুমতি নিয়েই তদন্ত করতে হবে। এই অংশে আপত্তি জানিয়ে গতকাল সিবিআই সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল।

কলকাতা 9 ফেব্রুয়ারি: একজন অভিযুক্ত কখনও তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না । অনুপ মাঝি সংক্রান্ত মামলায় মন্তব্য সলিসিটর জেনারেল তুষার মেহতার। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে গতকাল ডিভিশন বেঞ্চে আপিল করেছিল সিবিআই ৷ আজ বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাঁর সওয়ালে এই মন্তব্য করেন।


সলিসিটর জেনারেল তুষার মেহতা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি থেকে কলকাতা হাইকোর্টের শুনানিতে অংশ নিয়েছিলেন । সিবিআইয়ের তরফে তিনি বলেন, ‘‘সিবিআই হোক বা সিআইডি অনুপ মাঝিকে তদন্তের মুখোমুখি হতেই হবে । একজন অভিযুক্ত তদন্তকারী সংস্থা বেছে নিতে পারে না । রেলের জায়গায় কেন্দ্রীয় সরকারের অফিসারদের সাথে যোগসাজোশ করে বেআইনি কয়লা উত্তোলন ও পাচারের কাজে যুক্ত অনুপ মাঝি। আন্তঃরাজ্য প্রভাব রয়েছে এই চক্রের। এরকম ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে, রাজ্যের অনুমতি ছাড়াই সিবিআই তদন্ত করতে পারে । পাশাপাশি এখানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। মাঝপথে কখনও সেই তদন্ত আটকানো যায় না। বিহারে একাধিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়েছে।’’ অন্যদিকে, রাজ্যের তরফের এডভোকেট জেনারেল আজও রাজ্যের উক্ত এলাকায় সিবিআই সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারেনা বলে একাধিক যুক্তি দেন ৷ আগামীকাল আবারও এই মামলার শুনানি রয়েছে ।

আরও পড়ুন : পৌরভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
কয়লা পাচারকাণ্ডে যুক্ত অনুপ মাঝি ওরফে লালার এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় গত 3 ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এক নির্দেশে জানিয়েছিল, রেলের এলাকায় নির্বিঘ্নে তদন্ত করতে পারে সিবিআই। পাশাপাশি রাজ্যের এলাকায়ও তদন্ত করতে পারে ৷ কিন্তু, রাজ্যের আওতাধীন এলাকায় রাজ্যের অনুমতি নিয়েই তদন্ত করতে হবে। এই অংশে আপত্তি জানিয়ে গতকাল সিবিআই সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.