ETV Bharat / city

CBI team at SSC office : এসএসসি ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা - CBI team at SSC office

গতকাল মধ্যরাতে মামলাকারীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি অফিসের সামনে সিআরপিএফ মোতায়েন করার নির্দেশ দেন আজ বেলা 1টা পর্যন্ত । তারপরেই এদিন আচার্য সদনের নিরাপত্তা জোরদার করতে পৌঁছল সিবিআই'ও (CBI team at SSC office)।

CBI team at SSC office News
আচার্য সদনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা
author img

By

Published : May 19, 2022, 4:53 PM IST

সল্টলেক, 19 মে : আচার্য সদনে পৌঁছল সিবিআই । এসএসসি ভবনের নিরাপত্তা জোরদার করতে গতকাল রাত 12.30 থেকেই দায়িত্ব নিয়েছিল কেন্দ্রীয় বাহিনী । সেইমতো বেলা 1টা পর্যন্ত সিআরপিএফের নজরদারি চলে । তারপরেই এদিন আচার্য ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা (CBI team at SSC office) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছিল, আজ কলকাতা হাইকোর্টে শুনানি শুরু না হওয়া পর্যন্ত ওই বিল্ডিংয়ে এসএসসি আধিকারিক বা পুলিশ কেউ প্রবেশ করতে পারবেন না । আজ সকালে সেই নির্দেশ কিছুটা রদবদল করা হয় ।

আচার্য সদনের নিরাপত্তা জোরদার করতে পৌঁছল সিবিআই

আরও পড়ুন : এসএসসি ভবনে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

সল্টলেক, 19 মে : আচার্য সদনে পৌঁছল সিবিআই । এসএসসি ভবনের নিরাপত্তা জোরদার করতে গতকাল রাত 12.30 থেকেই দায়িত্ব নিয়েছিল কেন্দ্রীয় বাহিনী । সেইমতো বেলা 1টা পর্যন্ত সিআরপিএফের নজরদারি চলে । তারপরেই এদিন আচার্য ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা (CBI team at SSC office) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছিল, আজ কলকাতা হাইকোর্টে শুনানি শুরু না হওয়া পর্যন্ত ওই বিল্ডিংয়ে এসএসসি আধিকারিক বা পুলিশ কেউ প্রবেশ করতে পারবেন না । আজ সকালে সেই নির্দেশ কিছুটা রদবদল করা হয় ।

আচার্য সদনের নিরাপত্তা জোরদার করতে পৌঁছল সিবিআই

আরও পড়ুন : এসএসসি ভবনে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.