ETV Bharat / city

Subiresh Under Scanner উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ফের সিবিআই হানা - SSC recruitment Scam

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে আবারও হানা দিল সিবিআই ৷ সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে আজই সস্ত্রীক কলকাতার এসেছেন উপাচার্য (North Bengal University VC Subiresh Bhattacharya)।

CBI raids Subiresh Bhattacharya home in Kolkata
CBI raids Subiresh Bhattacharya home in Kolkata
author img

By

Published : Aug 25, 2022, 7:30 PM IST

Updated : Aug 25, 2022, 8:32 PM IST

কলকাতা, 25 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ফের সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে এল সিবিআই । এদিন বিকালে একজন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের 5 সদস্যের দল এসে পৌঁছয় সুবীরেশ (Subiresh Bhattacharya) ফ্ল্যাটে । সঙ্গে ছিলেন স্থানীয় বাঁশদ্রোণী থানার পুলিশও ।

গতকালই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Vice Chancellor of North Bengal University Subiresh Bhattacharya) বাঁশদ্রোনীর ফ্ল্যাট সিল করে দিয়েছিল সিবিআই । আর বৃহস্পতিবার বিকালে সুবীরেশ ভট্টাচার্য কলকাতায় এসেছেন জেনে সিবিআইয়ের চারজন আধিকারিক তার বাড়িতে আসেন । তল্লাশির পাশাপাশি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে সুবীরেশ ভট্টাচার্যকে । সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও ।

কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল-সহ একাধিক তথ্য সিবিআইয়ের গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চাইছেন । এদিন সকালেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় আসেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিকবার তিনি বলেন, "আমার সময়কালে কোনও বেআইনিভাবে নিয়োগ হয়নি । কীভাবে গোটা ঘটনা ঘটেছে, তা সিবিআই বলতে পারবে । আমার সিবিআইয়ের উপর ভরসা আছে ।" সুবীরেশ ভট্টাচার্য আগে এসএসসি'র চ্যেয়ারম্যান ছিলেন ।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধেও । তিনি এসএসসি-র চেয়ারম্যান থাকাকালীন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়ে দুর্নীতি হয়েছিল বলে মনে করে সিবিআই (CBI) । ইডি-র হাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পর এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের (SSC recruitment Scam) তদন্তে গতি বাড়িয়েছে সিবিআইও ।

আরও পড়ুন: সিবিআই হাজিরা দিতে কলকাতায় সুবীরেশ, বললেন কোনও দুর্নীতি করিনি

বুধবার সিবিআইয়ের 11 জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা বাংলো এবং প্রশাসনিক ভবনের কার্যালয়ে হানা দেয় । পাশাপাশি উপাচার্যের বাশদ্রোণীর বাড়িটিও সিল করে সিবিআই । সিবিআইয়ের অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে । বেশ কয়েকঘণ্টা অভিযান চালানোর পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের দল। সঙ্গে বেশ কিছু নথি ও তথ্য উদ্ধার করেন সিবিআই-এর তদন্তকারিক অধিকারিকরা । সেসব তথ্য নিয়েই বিশ্ববিদ্যালয় ছাড়েন তাঁরা । এরপর বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কলকাতায় আসেন উপাচার্য ।

সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে আবারও হানা দিল সিবিআই

কলকাতা, 25 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ফের সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে এল সিবিআই । এদিন বিকালে একজন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের 5 সদস্যের দল এসে পৌঁছয় সুবীরেশ (Subiresh Bhattacharya) ফ্ল্যাটে । সঙ্গে ছিলেন স্থানীয় বাঁশদ্রোণী থানার পুলিশও ।

গতকালই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Vice Chancellor of North Bengal University Subiresh Bhattacharya) বাঁশদ্রোনীর ফ্ল্যাট সিল করে দিয়েছিল সিবিআই । আর বৃহস্পতিবার বিকালে সুবীরেশ ভট্টাচার্য কলকাতায় এসেছেন জেনে সিবিআইয়ের চারজন আধিকারিক তার বাড়িতে আসেন । তল্লাশির পাশাপাশি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে সুবীরেশ ভট্টাচার্যকে । সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও ।

কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল-সহ একাধিক তথ্য সিবিআইয়ের গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চাইছেন । এদিন সকালেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় আসেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিকবার তিনি বলেন, "আমার সময়কালে কোনও বেআইনিভাবে নিয়োগ হয়নি । কীভাবে গোটা ঘটনা ঘটেছে, তা সিবিআই বলতে পারবে । আমার সিবিআইয়ের উপর ভরসা আছে ।" সুবীরেশ ভট্টাচার্য আগে এসএসসি'র চ্যেয়ারম্যান ছিলেন ।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধেও । তিনি এসএসসি-র চেয়ারম্যান থাকাকালীন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়ে দুর্নীতি হয়েছিল বলে মনে করে সিবিআই (CBI) । ইডি-র হাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পর এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের (SSC recruitment Scam) তদন্তে গতি বাড়িয়েছে সিবিআইও ।

আরও পড়ুন: সিবিআই হাজিরা দিতে কলকাতায় সুবীরেশ, বললেন কোনও দুর্নীতি করিনি

বুধবার সিবিআইয়ের 11 জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা বাংলো এবং প্রশাসনিক ভবনের কার্যালয়ে হানা দেয় । পাশাপাশি উপাচার্যের বাশদ্রোণীর বাড়িটিও সিল করে সিবিআই । সিবিআইয়ের অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে । বেশ কয়েকঘণ্টা অভিযান চালানোর পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের দল। সঙ্গে বেশ কিছু নথি ও তথ্য উদ্ধার করেন সিবিআই-এর তদন্তকারিক অধিকারিকরা । সেসব তথ্য নিয়েই বিশ্ববিদ্যালয় ছাড়েন তাঁরা । এরপর বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কলকাতায় আসেন উপাচার্য ।

সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে আবারও হানা দিল সিবিআই
Last Updated : Aug 25, 2022, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.