ETV Bharat / city

Anubrata Mondal অনুব্রতর নামে দুটি কোম্পানির হদিশ পেল সিবিআই - Cattle Smuggling Case

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে দুটি কোম্পানিতে তল্লাশি অভিযান চালালেন সিবিআইয়ের গোয়েন্দারা (CBI) ৷ অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের অ্যাকাউন্টে বিশেষ নজর দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

CBI
CBI
author img

By

Published : Aug 15, 2022, 8:49 PM IST

কলকাতা, 15 অগস্ট: অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের নামে মোট দুটি কোম্পানির হদিশ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা । জানা গিয়েছে, এই দুটি কোম্পানির নাম নির ডেভলাপার প্রাইভেট লিমিটেড (Neer Developer Private Limited) এবং এএনএম এগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড (ANM Agrochem Food Private Limited)। এই দুটি সংস্থার ঠিকানা বোলপুরের।

এবার এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য বোলপুরে দুটি সংস্থায় তল্লাশি অভিযান চালাতে চান সিবিআই-এর গোয়েন্দারা (CBI raids in two companies of Anubrata Mondal) । কীভাবে অনুব্রত এবং তাঁর মেয়ের নামে এই কোম্পানিগুলি গঠন করা হল ৷ সঠিক কী কাজ হয় এই কোম্পানিতে ৷ তা জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে সিবিআই ।

প্রসঙ্গত, 2014 সালের পর অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । জানা গিয়েছে, এই দুটি কোম্পানি ছাড়াও অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের অ্যাকাউন্টে বিশেষ নজর দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা । সেখানে আয়-ব্যয়ের কোন হিসাব তারা মেলাতে পারছেন না। ফলে প্রয়োজন পড়লে অনুব্রতর মেয়ে সুকন্যার সঙ্গেও যোগাযোগ করতে পারেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: সিবিআইয়ের নজরে অনুব্রতর আরও কয়েকজন দেহরক্ষী

সম্প্রতি গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই সিবিআই-এর গোয়েন্দারা অনুব্রত মণ্ডলকে লাগাতা জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন । তবে অনুব্রত মণ্ডল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এড়িয়ে যাচ্ছেন বলে সিবিআই সূত্রের খবর । গোয়ান্দাদের অনুমান গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টেও ঢুকত ৷ ফলে এক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ ।

কলকাতা, 15 অগস্ট: অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের নামে মোট দুটি কোম্পানির হদিশ পেয়েছেন সিবিআই গোয়েন্দারা । জানা গিয়েছে, এই দুটি কোম্পানির নাম নির ডেভলাপার প্রাইভেট লিমিটেড (Neer Developer Private Limited) এবং এএনএম এগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড (ANM Agrochem Food Private Limited)। এই দুটি সংস্থার ঠিকানা বোলপুরের।

এবার এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য বোলপুরে দুটি সংস্থায় তল্লাশি অভিযান চালাতে চান সিবিআই-এর গোয়েন্দারা (CBI raids in two companies of Anubrata Mondal) । কীভাবে অনুব্রত এবং তাঁর মেয়ের নামে এই কোম্পানিগুলি গঠন করা হল ৷ সঠিক কী কাজ হয় এই কোম্পানিতে ৷ তা জানা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে সিবিআই ।

প্রসঙ্গত, 2014 সালের পর অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । জানা গিয়েছে, এই দুটি কোম্পানি ছাড়াও অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ের অ্যাকাউন্টে বিশেষ নজর দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা । সেখানে আয়-ব্যয়ের কোন হিসাব তারা মেলাতে পারছেন না। ফলে প্রয়োজন পড়লে অনুব্রতর মেয়ে সুকন্যার সঙ্গেও যোগাযোগ করতে পারেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: সিবিআইয়ের নজরে অনুব্রতর আরও কয়েকজন দেহরক্ষী

সম্প্রতি গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই সিবিআই-এর গোয়েন্দারা অনুব্রত মণ্ডলকে লাগাতা জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন । তবে অনুব্রত মণ্ডল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এড়িয়ে যাচ্ছেন বলে সিবিআই সূত্রের খবর । গোয়ান্দাদের অনুমান গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টেও ঢুকত ৷ ফলে এক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.