ETV Bharat / city

Subodh Adhikari: সুবোধ অধিকারীর আপ্ত সহায়ককে নিয়ে রানিকুঠির আবাসনে সিবিআই - CBI

সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবীন্দ্র সিংকে নিয়ে রানিকুঠিতে গেলেন সিবিআই আধিকারিকরা (CBI Raid on A Housing Society in Ranikuthi) ৷ সেখানে একটি আবাসনে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ রাতভর রবীন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷

cbi-raid-on-a-housing-society-in-ranikuthi-with-subodh-adhikari-pa-rabindra-singh
cbi-raid-on-a-housing-society-in-ranikuthi-with-subodh-adhikari-pa-rabindra-singh
author img

By

Published : Sep 5, 2022, 10:15 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবীন্দ্র সিংকে নিয়ে রানিকুঠির একটি আবাসনে হানা দিল সিবিআই (CBI Raid on A Housing Society in Ranikuthi) ৷ জানা গিয়েছে, ওই আবাসনের একটি ফ্ল্যাটে রবীন্দ্র সিংকে নিয়ে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ ওই ফ্ল্যাটটির মালিক ভগবন্ত দেবী ঝুনঝুনওয়ালা নামে একজন ৷ তবে, ঝুনঝুনওয়ালার সঙ্গে বিধায়ক সুবোধ অধিকারীর (Subodh Adhikari) কী সম্পর্ক তা জানা যায়নি ৷

প্রসঙ্গত, সন্মার্গ নামে একটি চিটফান্ড সংস্থার তদন্তে সিবিআই কয়েকদিন আগেই হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই ৷ সেই মামলায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর নাম সামনে আসে ৷ এর পর গতকাল হালিশহর, কলকাতা ও লেকটাউনের একাধিক জায়গায় সুবোধ অধিকারীর বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই (CBI Raid) ৷ সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর ৷

এই মামলার তদন্তে গতকাল সুবোধ অধিকারীর নিরাপত্তারক্ষী, গাড়ির চালক এবং আপ্ত সহায়ককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ রাতেই নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালককে ছেড়ে দেয় ৷ তবে, সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবীন্দ্র সিংকে (Rabindra Singh) রাতভর জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ এর পর আজ সকাল 6টা 54 মিনিটে রবীন্দ্র সিংকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে রানিকুঠির ওই আবাসনে নিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷

আরও পড়ুন: "সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর

গতকাল সুবোধ অধিকারীর বীজপুরের বাড়ির পাশাপাশি আরও কয়েক জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এর মধ্যে টালা পার্কে তাঁর স্ত্রীর ফ্ল্যাট ও লেক টাউনের দক্ষিণদাঁড়ির একটি অভিজাত আবাসনের 7 তলার একটি ফ্ল্যাটেও চলেছে তল্লাশি । অন্যদিকে সুবোধ অধিকারীর স্ত্রীর অভিযোগ, সিবিআই আধিকারিকরা তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছেন তল্লাশি চালানোর সময় ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর: বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবীন্দ্র সিংকে নিয়ে রানিকুঠির একটি আবাসনে হানা দিল সিবিআই (CBI Raid on A Housing Society in Ranikuthi) ৷ জানা গিয়েছে, ওই আবাসনের একটি ফ্ল্যাটে রবীন্দ্র সিংকে নিয়ে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ ওই ফ্ল্যাটটির মালিক ভগবন্ত দেবী ঝুনঝুনওয়ালা নামে একজন ৷ তবে, ঝুনঝুনওয়ালার সঙ্গে বিধায়ক সুবোধ অধিকারীর (Subodh Adhikari) কী সম্পর্ক তা জানা যায়নি ৷

প্রসঙ্গত, সন্মার্গ নামে একটি চিটফান্ড সংস্থার তদন্তে সিবিআই কয়েকদিন আগেই হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করে ৷ তাঁর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই ৷ সেই মামলায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর নাম সামনে আসে ৷ এর পর গতকাল হালিশহর, কলকাতা ও লেকটাউনের একাধিক জায়গায় সুবোধ অধিকারীর বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই (CBI Raid) ৷ সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে বলে সূত্রের খবর ৷

এই মামলার তদন্তে গতকাল সুবোধ অধিকারীর নিরাপত্তারক্ষী, গাড়ির চালক এবং আপ্ত সহায়ককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য ৷ রাতেই নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালককে ছেড়ে দেয় ৷ তবে, সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক রবীন্দ্র সিংকে (Rabindra Singh) রাতভর জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ এর পর আজ সকাল 6টা 54 মিনিটে রবীন্দ্র সিংকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে রানিকুঠির ওই আবাসনে নিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷

আরও পড়ুন: "সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর

গতকাল সুবোধ অধিকারীর বীজপুরের বাড়ির পাশাপাশি আরও কয়েক জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এর মধ্যে টালা পার্কে তাঁর স্ত্রীর ফ্ল্যাট ও লেক টাউনের দক্ষিণদাঁড়ির একটি অভিজাত আবাসনের 7 তলার একটি ফ্ল্যাটেও চলেছে তল্লাশি । অন্যদিকে সুবোধ অধিকারীর স্ত্রীর অভিযোগ, সিবিআই আধিকারিকরা তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছেন তল্লাশি চালানোর সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.