ETV Bharat / city

CBI at SSKM : অনুব্রত কেমন আছেন, জানতে এসএসকেএমের সুপারের ঘরে সিবিআই

গতকাল, বুধবার গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ কিন্তু সেখানে না গিয়ে তিনি ভর্তি হন এসএসকেএমে ৷ তাই বৃহস্পতিবার সিবিআইয়ের এক আধিকারিক এসএসকেএমে গিয়ে খোঁজ নিলেন অনুব্রত সম্পর্কে (CBI Official Visits SSKM to know Health Condition of Anubrata Mondal) ৷

cbi-official-visits-sskm-to-know-health-condition-of-anubrata-mondal
CBI at SSKM : অনুব্রত মণ্ডল কেমন আছেন, জানতে এসএসকেএমের সুপারের ঘরে সিবিআই
author img

By

Published : Apr 7, 2022, 4:03 PM IST

কলকাতা, 7 এপ্রিল : হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘণ্টা কেটে যাওয়ার পর অনুব্রত মণ্ডল এখন কেমন আছেন, তা জানতেই বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের এক আধিকারিক হাজির হন এসএসকেএমে (CBI Official Visits SSKM to know Health Condition of Anubrata Mondal) ৷ প্রথমে তিনি এসএসকেএম হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে যান । সুপারের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন সিবিআইয়ের ওই আধিকারিক । এর পরেই সুপারের ঘর থেকে বেরিয়ে তিনি অনুব্রত মণ্ডলের কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেন । এরপর সেখান থেকে বেরিয়ে আসেন সিবিআইয়ের ওই আধিকারিক ।

জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) তরফে সিবিআইয়ের ওই আধিকারিককে জানানো হয়েছে, এখনও অনুব্রত মণ্ডল যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন । মাঝেমধ্যেই তাঁর শ্বাসকষ্ট চলছে । বর্তমানে তিনি মেডিক্যাল বোর্ডের অবজারভেশনে রয়েছেন । ফলে এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কোনও মানসিক চাপ নেওয়ার ক্ষমতা নেই ।

নিজাম পালেস সূত্রের খবর, এরপর তিনি সিবিআইয়ের আধিকারিকদের রিপোর্ট দেন । সিবিআই সূত্রের খবর, আজ বিকেলের দিকে সিবিআইয়ের সদর দফতর দিল্লির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷ সেখানে দিল্লিতে সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা থাকবেন ৷ সিবিআইয়ের লিগাল সেলের আধিকারিকরাও থাকবেন । এর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই ।

আরও পড়ুন : Anubrata Lawyer meets CBI : ‘উনি নির্দোষ, তবুও তদন্তে সহযোগিতা করবেন’, সিবিআই-কে জানালেন অনুব্রতর আইনজীবী

কলকাতা, 7 এপ্রিল : হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘণ্টা কেটে যাওয়ার পর অনুব্রত মণ্ডল এখন কেমন আছেন, তা জানতেই বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের এক আধিকারিক হাজির হন এসএসকেএমে (CBI Official Visits SSKM to know Health Condition of Anubrata Mondal) ৷ প্রথমে তিনি এসএসকেএম হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে যান । সুপারের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন সিবিআইয়ের ওই আধিকারিক । এর পরেই সুপারের ঘর থেকে বেরিয়ে তিনি অনুব্রত মণ্ডলের কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেন । এরপর সেখান থেকে বেরিয়ে আসেন সিবিআইয়ের ওই আধিকারিক ।

জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) তরফে সিবিআইয়ের ওই আধিকারিককে জানানো হয়েছে, এখনও অনুব্রত মণ্ডল যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন । মাঝেমধ্যেই তাঁর শ্বাসকষ্ট চলছে । বর্তমানে তিনি মেডিক্যাল বোর্ডের অবজারভেশনে রয়েছেন । ফলে এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কোনও মানসিক চাপ নেওয়ার ক্ষমতা নেই ।

নিজাম পালেস সূত্রের খবর, এরপর তিনি সিবিআইয়ের আধিকারিকদের রিপোর্ট দেন । সিবিআই সূত্রের খবর, আজ বিকেলের দিকে সিবিআইয়ের সদর দফতর দিল্লির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷ সেখানে দিল্লিতে সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা থাকবেন ৷ সিবিআইয়ের লিগাল সেলের আধিকারিকরাও থাকবেন । এর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই ।

আরও পড়ুন : Anubrata Lawyer meets CBI : ‘উনি নির্দোষ, তবুও তদন্তে সহযোগিতা করবেন’, সিবিআই-কে জানালেন অনুব্রতর আইনজীবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.