ETV Bharat / city

Abhijit Sarkar Murder : অভিজিৎ সরকার খুনের তদন্তে ফের কাঁকুগাছিতে সিবিআই

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে আবারও আসরে সিবিআই ৷ সোমবার নিহতের বাড়িতে যান তারা ৷ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ৷ নিহতের ভাইকে নিজাম প্যালেসে সিবিআই-এর আঞ্চলিক দফতরে নিয়ে যাওয়া হয় ৷

CBI officers meet family members of slain BJP worker Abhijit Sarkar
Abhijit Sarkar Murder : অভিজিৎ সরকার খুনের তদন্তে ফের কাঁকুগাছিতে সিবিআই
author img

By

Published : Oct 25, 2021, 3:38 PM IST

কলকাতা, 25 অক্টোবর : পুজো মিটতেই ফের আসরে সিবিআই (CBI) ৷ কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের (Abhijit Sarkar) খুনের ঘটনায় সোমবার তাঁর বাড়িতে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পরে নিহত অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারকে নিয়ে নিজাম প্যালেসে আসেন সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ৷ একইসঙ্গে, চার্জশিটে নাম থাকা চার অভিযুক্তের বাড়িতেও যান তাঁরা ৷ তবে অভিযুক্তদের কারওরই নাগাল পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের (35) খুনের ঘটনায় ইতিমধ্যেই 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ এমনই চার অভিযুক্তের খোঁজে এদিন তাঁদের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ৷ ইতিমধ্যেই ওই চারজনের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ এদিন অভিযুক্ত এই চারজনের মধ্যে তিনজনের ঘর তালাবন্ধ ছিল ৷ আগামী দিনে অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে স্থির করেছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Post Poll Violence :বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিবিআইয়ের

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই রাজ্য়ের নানা জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, এই সময় বেছে বেছে তাদের নেতা, কর্মীদেরই নিশানা করেছে তৃণমূল কংগ্রেস ৷ অভিজিৎ সরকারও এমনই এক হামলার শিকার বলে অভিযোগ ৷ তৃণমূল সমর্থকরা তাঁকে পিটিয়ে খুন করেছে বলে দাবি পরিবারের ৷ পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই ৷

কলকাতা, 25 অক্টোবর : পুজো মিটতেই ফের আসরে সিবিআই (CBI) ৷ কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের (Abhijit Sarkar) খুনের ঘটনায় সোমবার তাঁর বাড়িতে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পরে নিহত অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকারকে নিয়ে নিজাম প্যালেসে আসেন সিবিআই আধিকারিকরা ৷ সূত্রের খবর, এদিন অভিজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ৷ একইসঙ্গে, চার্জশিটে নাম থাকা চার অভিযুক্তের বাড়িতেও যান তাঁরা ৷ তবে অভিযুক্তদের কারওরই নাগাল পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের (35) খুনের ঘটনায় ইতিমধ্যেই 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ এমনই চার অভিযুক্তের খোঁজে এদিন তাঁদের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ৷ ইতিমধ্যেই ওই চারজনের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷ এদিন অভিযুক্ত এই চারজনের মধ্যে তিনজনের ঘর তালাবন্ধ ছিল ৷ আগামী দিনে অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলে স্থির করেছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Post Poll Violence :বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিবিআইয়ের

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই রাজ্য়ের নানা জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, এই সময় বেছে বেছে তাদের নেতা, কর্মীদেরই নিশানা করেছে তৃণমূল কংগ্রেস ৷ অভিজিৎ সরকারও এমনই এক হামলার শিকার বলে অভিযোগ ৷ তৃণমূল সমর্থকরা তাঁকে পিটিয়ে খুন করেছে বলে দাবি পরিবারের ৷ পরে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.