ETV Bharat / city

2014 Primary Teacher Recruitment Case: মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড, খুশি নয় সিবিআই - শিক্ষক নিয়োগে দুর্নীতি

2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বয়ান রেকর্ড করল সিবিআই (2014 Primary teacher Recruitment Case)৷ তবে জেরার পর সন্তুষ্ট হতে পারেননি সিবিআই আধিকারিকরা ৷

cbi-not-happy-after-questioning-manik-bhattacharya-in-2014-primary-teacher-recruitment-case
মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড, খুশি নয় সিবিআই
author img

By

Published : Jun 14, 2022, 10:30 AM IST

কলকাতা, 14 জুন: প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং প্রাইমারি বোর্ডের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে গতকাল প্রায় সাড়ে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা (2014 Primary teacher Recruitment Case)। তবে জেরার পর তাঁরা সন্তুষ্ট নন বলে খবর ৷

নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে (CBI probe)৷ কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদ করে আপাতত খুশি নন সিবিআইয়ের গোয়েন্দারা । কোন কোন প্রভাবশালীর মধ্যে এই চাকরির নিয়োগ হয়েছিল, তা জানতে চান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ কিন্তু জবাবে সে ভাবে কোনও উত্তর মেলেনি ৷

সোমবার 2014 সালের টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে । যাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁরা যেন মঙ্গলবার থেকে কাজে যোগ দিতে না পারেন, তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: 2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

2016 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে 23 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন ৷ পরে 2017 সালে প্যানেল প্রকাশিত করা হয় । অভিযোগ, 2017 সালে ওই প্যানেলের এক বছর পর আরও একটি প্যানেল প্রকাশ করা হয়েছিল । এই নিয়ে প্রশ্ন ওঠে ৷ তবে প্রাইমারি বোর্ডের বক্তব্য ছিল যে, পরীক্ষার প্রশ্নপত্রে একটি ভুল ছিল ৷ সেই কারণে উত্তরপত্রে এক নম্বর করে বাড়ানো হয়েছে । আর তার জন্যই তৃতীয় প্যানেল বার করা হয় । তবে গোটা ব্যাপারটায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা ৷

কলকাতা, 14 জুন: প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এবং প্রাইমারি বোর্ডের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে গতকাল প্রায় সাড়ে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা (2014 Primary teacher Recruitment Case)। তবে জেরার পর তাঁরা সন্তুষ্ট নন বলে খবর ৷

নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে (CBI probe)৷ কিন্তু তাঁদের জিজ্ঞাসাবাদ করে আপাতত খুশি নন সিবিআইয়ের গোয়েন্দারা । কোন কোন প্রভাবশালীর মধ্যে এই চাকরির নিয়োগ হয়েছিল, তা জানতে চান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ কিন্তু জবাবে সে ভাবে কোনও উত্তর মেলেনি ৷

সোমবার 2014 সালের টেট দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে । যাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁরা যেন মঙ্গলবার থেকে কাজে যোগ দিতে না পারেন, তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: 2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

2016 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে 23 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন ৷ পরে 2017 সালে প্যানেল প্রকাশিত করা হয় । অভিযোগ, 2017 সালে ওই প্যানেলের এক বছর পর আরও একটি প্যানেল প্রকাশ করা হয়েছিল । এই নিয়ে প্রশ্ন ওঠে ৷ তবে প্রাইমারি বোর্ডের বক্তব্য ছিল যে, পরীক্ষার প্রশ্নপত্রে একটি ভুল ছিল ৷ সেই কারণে উত্তরপত্রে এক নম্বর করে বাড়ানো হয়েছে । আর তার জন্যই তৃতীয় প্যানেল বার করা হয় । তবে গোটা ব্যাপারটায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.