ETV Bharat / city

Partha Chatterjee : ম্যারাথন জেরায় বক্তব্যে একাধিক অসঙ্গতি, ফের পার্থকে ডাকতে পারে সিবিআই - CBI may interrogate Partha Chatterjee again in SSC Recruitment Case

সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিজাম প্যালেস ছেড়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে ৷ ফলে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে (CBI may interrogate Partha Chatterjee again) ৷

Partha Chatterjee News
ফের পার্থকে ডাকতে পারে সিবিআই
author img

By

Published : May 18, 2022, 10:20 PM IST

Updated : May 18, 2022, 10:55 PM IST

কলকাতা, 18 মে : গ্রেফতারির আশঙ্কা এড়িয়ে নিজাম প্যালেস ছেড়েও স্বস্তি নেই পার্থ চট্টোপাধ্যায়ের ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, ফলে তাঁকে ফের নিজাম প্যালেসে ডাকা হতে পারে (CBI may interrogate Partha Chatterjee again) ৷

এদিন সন্ধ্যে 6টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ ছিল ৷ 20 মিনিট আগেই সিবিআই দফতরে পৌঁছেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপরেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিজাম প্যালেস ছেড়েছেন পার্থ ৷

এদিন পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের আপিল গ্রহণ করেনি হাইকোর্ট ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এদিন তাঁর আবেদনে কানই দেয়নি ৷ পার্থকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, জরুরি হলে প্রধান বিচারপতির শরণাপন্ন হতে ৷ সেইমতো রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতির কাছে এদিন সন্ধ্যে 6টার আগে শুনানির আর্জি জানিয়েছিলেন পার্থর আইনজীবী ৷ তাতেও কোনও কাজ না হওয়ায় নিজাম প্যালেসে আসেন রাজ্যের শিল্পমন্ত্রী ৷

ফের পার্থকে ডাকতে পারে সিবিআই

আরও পড়ুন : এসএসসি চেয়ারম্যান পদে ইস্তফা সিদ্ধার্থ মজুমদারের, বসছেন শুভ্র চক্রবর্তী

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার সময়েই ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তাঁর জায়গায় ওই পদে বসেছেন শুভ্র চক্রবর্তী ৷ সূত্রের খবর, সরানো হতে পারে কমিশনের বেশ কয়েকজন আধিকারিককেও ।

কলকাতা, 18 মে : গ্রেফতারির আশঙ্কা এড়িয়ে নিজাম প্যালেস ছেড়েও স্বস্তি নেই পার্থ চট্টোপাধ্যায়ের ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, ফলে তাঁকে ফের নিজাম প্যালেসে ডাকা হতে পারে (CBI may interrogate Partha Chatterjee again) ৷

এদিন সন্ধ্যে 6টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ ছিল ৷ 20 মিনিট আগেই সিবিআই দফতরে পৌঁছেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপরেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে নিজাম প্যালেস ছেড়েছেন পার্থ ৷

এদিন পদ্ধতিগত ত্রুটি থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের আপিল গ্রহণ করেনি হাইকোর্ট ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এদিন তাঁর আবেদনে কানই দেয়নি ৷ পার্থকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, জরুরি হলে প্রধান বিচারপতির শরণাপন্ন হতে ৷ সেইমতো রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতির কাছে এদিন সন্ধ্যে 6টার আগে শুনানির আর্জি জানিয়েছিলেন পার্থর আইনজীবী ৷ তাতেও কোনও কাজ না হওয়ায় নিজাম প্যালেসে আসেন রাজ্যের শিল্পমন্ত্রী ৷

ফের পার্থকে ডাকতে পারে সিবিআই

আরও পড়ুন : এসএসসি চেয়ারম্যান পদে ইস্তফা সিদ্ধার্থ মজুমদারের, বসছেন শুভ্র চক্রবর্তী

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার সময়েই ইস্তফা দিয়েছেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ তাঁর জায়গায় ওই পদে বসেছেন শুভ্র চক্রবর্তী ৷ সূত্রের খবর, সরানো হতে পারে কমিশনের বেশ কয়েকজন আধিকারিককেও ।

Last Updated : May 18, 2022, 10:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.