কলকাতা, 12 অগস্ট : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ এর আগেই গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ এবার সিবিআই খুঁজছে অনুব্রত ঘনিষ্ঠ আরও একজনকে ৷
সিবিআই সূত্রে খবর, ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ ৷ তিনি এখন নিখোঁজ ৷ কিন্তু তদন্তে তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ৷
তাই এখন তাঁকে খুঁজছে সিবিআই ৷ তাঁর কাছ থেকে সিবিআই জানতে চায় যে তাঁর অনুব্রতর মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল ? সিবিআই সূত্রে খবর, প্রতিমাসে অনুব্রতকে টাকার হিসেব দিত আব্দুল লতিফ ৷ সিবিআই জানতে চায় যে কীসের হিসেব অনুব্রতকে দিত লতিফ ?
এদিকে লতিফকে খুঁজে না পেলেও সিবিআই সূত্র জানাচ্ছে যে 2014 সালের পর আব্দুল লতিফের কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পায় । রোড কন্সট্রাকশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট সমস্ত কিছুতেই ব্যবসা রয়েছে আব্দুল লতিফের । দিনের পর দিন সম্পত্তির তালিকা বৃদ্ধি পেয়েছে ৷
কিন্তু এই লতিফকে কীভাবে খুঁজে পাবে সিবিআই ৷ তদন্তকারীদের সূত্রে খবর, এখন এই আব্দুল লতিফকে নিজেদের নাগালে পেতে সিবিআইয়ের একমাত্র অবলম্বন অনুব্রত মণ্ডল । সিবিআইয়ের অনুমান অনুব্রতই আব্দুল লতিফকে আত্মগোপনে সাহায্য করেছেন ৷ কারণ, অনুব্রত মণ্ডল জানেন একবার লতিফের নাগাল সিবিআই পেয়ে গেলে, তা তাঁর জন্য বিপজ্জনক হবে ৷ তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে যাবে সিবিআই ৷ সেই কারণেই এই নিয়ে অনুব্রতকে জেরা করা হবে বলে খবর ৷
এদিকে দিন কয়েক আগে গরুপাচার কাণ্ডে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ৷ তা মূলত অনুব্রতর একসময়ের দেহরক্ষী সায়গল হোসেনের জন্য ছিল ৷ তবে সেখানে আব্দুল লতিফের নাম ছিল ৷
আরও পড়ুন : শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত