ETV Bharat / city

Cattle Smuggling Case সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ ফেরার আব্দুল লতিফ - CBI

অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) গ্রেফতারের পর গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এবার ফেরার আব্দুল লতিফকে খুঁজছে সিবিআই (CBI) ৷ সূত্রের খবর, বীরভূমে তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷

CBI Looking for Absconding Anubrata Mondal aid Abdul Latif in Cattle Smuggling Case
Cattle Smuggling Case সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ ফেরার আব্দুল লতিফ TMC Leader Anubrata Mondal CBI CBI Looking for Absconding Anubrata Mondal aid Abdul Latif in Cattle Smuggling Case
author img

By

Published : Aug 12, 2022, 7:46 PM IST

কলকাতা, 12 অগস্ট : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ এর আগেই গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ এবার সিবিআই খুঁজছে অনুব্রত ঘনিষ্ঠ আরও একজনকে ৷

সিবিআই সূত্রে খবর, ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ ৷ তিনি এখন নিখোঁজ ৷ কিন্তু তদন্তে তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ৷

তাই এখন তাঁকে খুঁজছে সিবিআই ৷ তাঁর কাছ থেকে সিবিআই জানতে চায় যে তাঁর অনুব্রতর মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল ? সিবিআই সূত্রে খবর, প্রতিমাসে অনুব্রতকে টাকার হিসেব দিত আব্দুল লতিফ ৷ সিবিআই জানতে চায় যে কীসের হিসেব অনুব্রতকে দিত লতিফ ?

এদিকে লতিফকে খুঁজে না পেলেও সিবিআই সূত্র জানাচ্ছে যে 2014 সালের পর আব্দুল লতিফের কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পায় । রোড কন্সট্রাকশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট সমস্ত কিছুতেই ব্যবসা রয়েছে আব্দুল লতিফের । দিনের পর দিন সম্পত্তির তালিকা বৃদ্ধি পেয়েছে ৷

Cattle Smuggling Case সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ ফেরার আব্দুল লতিফ TMC Leader Anubrata Mondal CBI CBI Looking for Absconding Anubrata Mondal aid Abdul Latif in Cattle Smuggling Case

কিন্তু এই লতিফকে কীভাবে খুঁজে পাবে সিবিআই ৷ তদন্তকারীদের সূত্রে খবর, এখন এই আব্দুল লতিফকে নিজেদের নাগালে পেতে সিবিআইয়ের একমাত্র অবলম্বন অনুব্রত মণ্ডল । সিবিআইয়ের অনুমান অনুব্রতই আব্দুল লতিফকে আত্মগোপনে সাহায্য করেছেন ৷ কারণ, অনুব্রত মণ্ডল জানেন একবার লতিফের নাগাল সিবিআই পেয়ে গেলে, তা তাঁর জন্য বিপজ্জনক হবে ৷ তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে যাবে সিবিআই ৷ সেই কারণেই এই নিয়ে অনুব্রতকে জেরা করা হবে বলে খবর ৷

এদিকে দিন কয়েক আগে গরুপাচার কাণ্ডে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ৷ তা মূলত অনুব্রতর একসময়ের দেহরক্ষী সায়গল হোসেনের জন্য ছিল ৷ তবে সেখানে আব্দুল লতিফের নাম ছিল ৷

আরও পড়ুন : শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত

কলকাতা, 12 অগস্ট : গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) বৃহস্পতিবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ এর আগেই গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ এবার সিবিআই খুঁজছে অনুব্রত ঘনিষ্ঠ আরও একজনকে ৷

সিবিআই সূত্রে খবর, ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ ৷ তিনি এখন নিখোঁজ ৷ কিন্তু তদন্তে তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে ৷

তাই এখন তাঁকে খুঁজছে সিবিআই ৷ তাঁর কাছ থেকে সিবিআই জানতে চায় যে তাঁর অনুব্রতর মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল ? সিবিআই সূত্রে খবর, প্রতিমাসে অনুব্রতকে টাকার হিসেব দিত আব্দুল লতিফ ৷ সিবিআই জানতে চায় যে কীসের হিসেব অনুব্রতকে দিত লতিফ ?

এদিকে লতিফকে খুঁজে না পেলেও সিবিআই সূত্র জানাচ্ছে যে 2014 সালের পর আব্দুল লতিফের কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পায় । রোড কন্সট্রাকশন থেকে শুরু করে ট্রান্সপোর্ট সমস্ত কিছুতেই ব্যবসা রয়েছে আব্দুল লতিফের । দিনের পর দিন সম্পত্তির তালিকা বৃদ্ধি পেয়েছে ৷

Cattle Smuggling Case সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠ ফেরার আব্দুল লতিফ TMC Leader Anubrata Mondal CBI CBI Looking for Absconding Anubrata Mondal aid Abdul Latif in Cattle Smuggling Case

কিন্তু এই লতিফকে কীভাবে খুঁজে পাবে সিবিআই ৷ তদন্তকারীদের সূত্রে খবর, এখন এই আব্দুল লতিফকে নিজেদের নাগালে পেতে সিবিআইয়ের একমাত্র অবলম্বন অনুব্রত মণ্ডল । সিবিআইয়ের অনুমান অনুব্রতই আব্দুল লতিফকে আত্মগোপনে সাহায্য করেছেন ৷ কারণ, অনুব্রত মণ্ডল জানেন একবার লতিফের নাগাল সিবিআই পেয়ে গেলে, তা তাঁর জন্য বিপজ্জনক হবে ৷ তাঁর সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে যাবে সিবিআই ৷ সেই কারণেই এই নিয়ে অনুব্রতকে জেরা করা হবে বলে খবর ৷

এদিকে দিন কয়েক আগে গরুপাচার কাণ্ডে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ৷ তা মূলত অনুব্রতর একসময়ের দেহরক্ষী সায়গল হোসেনের জন্য ছিল ৷ তবে সেখানে আব্দুল লতিফের নাম ছিল ৷

আরও পড়ুন : শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.