কলকাতা, 19 মে: অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছেন সিবিআই আধিকারিকরা । সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব তাঁকে জেরা করছেন (CBI joint director questioning Anubrata)৷
গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে অনুব্রতর নাম পেয়েছেন সিবিআই আধিকারিকরা (Anubrata appears before CBI)। বীরভূমে ইলাম বাজার এলাকায় একটি গরুর হাট বসতো ৷ সেখানে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা । তাঁদের অনুমান, বীরভূমের বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সঙ্গে যোগ রয়েছে বীরভূম তৃণমূলের জেলা সভাপতির ৷ ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । মূলত তাঁর নেতৃত্বেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন অপর একজন ডিআইজি পদমর্যাদার অধিকারিক । তাছাড়াও এই প্রশ্নোত্তর পর্বে রয়েছেন একজন পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক ।
আরও পড়ুন: Anubrata appears before CBI: সময়ের আগেই সিবিআই দফতরে হাজির অনুব্রত
অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির বেশ কয়েকজন সিবিআই আধিকারিকও যুক্ত হতে পারেন বলে নিজাম প্যালেস সূত্রের খবর । তৃণমূল নেতা কোনওদিন কোনও গরু পাচারকারীর সঙ্গে বৈঠক করেছিলেন কি না বা তাদের থেকে আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন কি না, এই সব প্রশ্ন আজই খোলসা করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা ।
গতকাল অনুব্রত মণ্ডল নিজেই আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে চিঠি পাঠিয়ে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন । আজ সকাল 9 টা 50 নাগাদ একটি কালো রঙের অভিজাত গাড়িতে করে নিজাম প্যালেসে যান তিনি (CBI joint director questioning Anubrata Mandal at Nizam Palace)।