ETV Bharat / city

Manik Bhattacharya মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল সিবিআই

খোঁজ মিলছে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক (TMC MLA) তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্য়ায়ের (Manik Bhattacharya) ৷ তাঁর মোবাইলও বন্ধ রয়েছে ৷ অথচ তাঁর বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (TET Recruitment Scam) জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ (Lookout Notice) জারি করল সিবিআই (CBI) ৷

CBI issues lookout notice against TMC MLA Manik Bhattacharya
Manik Bhattacharya মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল সিবিআই
author img

By

Published : Aug 25, 2022, 7:10 PM IST

Updated : Aug 25, 2022, 7:38 PM IST

কলকাতা, 25 অগস্ট: তৃণমূল কংগ্রেসের বিধায়ক (TMC MLA) তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্য়ায়ের (Manik Bhattacharya) বিরুদ্ধে 'লুকআউট নোটিশ' (Lookout Notice) জারি করল সিবিআই (CBI) ৷ বৃহস্পতিবার মানিকের বিরুদ্ধে এই পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (TET Recruitment Scam) জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ কলকাতা ও নদিয়ায় দু'টি বাড়ি রয়েছে মানিক ভট্টাচার্যের ৷ কিন্তু, তার কোনওটিতেই মানিকের খোঁজ পাওয়া যায়নি ৷ তবে, তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ অন্যদিকে, মানিকের মোবাইলও 'সুইচ্ড অফ' রয়েছে ৷ ফলে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে বাধ্য হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এমনটাই দাবি করেছেন এক সিবিআই আধিকারিক ৷ তিনি সংবাদমামাধ্যমকে জানান, "গত কয়েক দিন ধরেই নদিয়া এবং কলকাতার যাদবপুরের বাড়িতে মানিক ভট্টাচার্যের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সংস্থা ৷"

আরও পড়ুন: মন্ত্রী থেকে সরাসরি সাধারণ বিধায়ক, পার্থর বেতন কমে হল 21870

নদিয়ার (Nadia) পলাশীপাড়ার (Palashipara) বিধায়ক তৃণমূলের মানিক ভট্টাচার্য ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-র আধিকারিকরা ৷

এদিকে, এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতিতে এক সন্দেহভাজন ফড়ে বা দালালকে (Middleman) গ্রেফতার করা হয়েছে ৷ সিবিআই-এর দাবি, মোটা টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি স্কুলে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতেন ওই ব্যক্তি ৷ আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত ৷ বুধবার রাতে প্রদীপ সিং (Pradip Singh) নামে ওই ব্যক্তির সল্টলেকের বাড়ি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, নিয়োগ দুর্নীতিতে প্রদীপ সিংয়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 25 অগস্ট: তৃণমূল কংগ্রেসের বিধায়ক (TMC MLA) তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্য়ায়ের (Manik Bhattacharya) বিরুদ্ধে 'লুকআউট নোটিশ' (Lookout Notice) জারি করল সিবিআই (CBI) ৷ বৃহস্পতিবার মানিকের বিরুদ্ধে এই পদক্ষেপ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (TET Recruitment Scam) জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ কলকাতা ও নদিয়ায় দু'টি বাড়ি রয়েছে মানিক ভট্টাচার্যের ৷ কিন্তু, তার কোনওটিতেই মানিকের খোঁজ পাওয়া যায়নি ৷ তবে, তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা ৷ অন্যদিকে, মানিকের মোবাইলও 'সুইচ্ড অফ' রয়েছে ৷ ফলে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করতে বাধ্য হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এমনটাই দাবি করেছেন এক সিবিআই আধিকারিক ৷ তিনি সংবাদমামাধ্যমকে জানান, "গত কয়েক দিন ধরেই নদিয়া এবং কলকাতার যাদবপুরের বাড়িতে মানিক ভট্টাচার্যের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ সেই কারণেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সংস্থা ৷"

আরও পড়ুন: মন্ত্রী থেকে সরাসরি সাধারণ বিধায়ক, পার্থর বেতন কমে হল 21870

নদিয়ার (Nadia) পলাশীপাড়ার (Palashipara) বিধায়ক তৃণমূলের মানিক ভট্টাচার্য ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-র আধিকারিকরা ৷

এদিকে, এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতিতে এক সন্দেহভাজন ফড়ে বা দালালকে (Middleman) গ্রেফতার করা হয়েছে ৷ সিবিআই-এর দাবি, মোটা টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি স্কুলে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতেন ওই ব্যক্তি ৷ আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত ৷ বুধবার রাতে প্রদীপ সিং (Pradip Singh) নামে ওই ব্যক্তির সল্টলেকের বাড়ি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এক আধিকারিক এই প্রসঙ্গে জানান, নিয়োগ দুর্নীতিতে প্রদীপ সিংয়ের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Aug 25, 2022, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.