কলকাতা, 1 মার্চ : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কয়লা কাণ্ডে তত বেশি কোমর বেঁধে নামছে সিবিআই । এবার কয়লাপাচার কাণ্ডে রেলের তিন আধিকারিককে নোটিশ পাঠিয়ে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । জানা গিয়েছে যে তাঁদের আগামী 4 মার্চ নিজাম প্যালেসে সিবিআই এর দফতরে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে ।
সিবিআই সূত্রে খবর, এই তিন রেল আধিকারিকদের মধ্যে একজন পশ্চিম বর্ধমানের বারাবনি স্টেশনের আধিকারিক । পাশাপাশি একজন রেলের স্টেশন মাস্টার ও অন্য একজন সুপারভাইজার র্যাংকের আধিকারিক । এই তিনজন রেল আধিকারিক কয়লাপাচার কাণ্ডে যুক্ত রয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন ।
আরও পড়ুন : কয়লাকাণ্ডে ইডির আতস কাচের তলায় একাধিক ব্যবসায়ী
তদন্তকারীদের ওই সূত্র থেকে জানা গিয়েছে যে ওই রেল আধিকারিকরা যে পদে রয়েছেন, সেই পদে থেকে কয়লা পাচার কাণ্ডে যুক্ত একাধিক ব্যক্তিকে বহুবার সাহায্য করেছেন । পাশাপাশি রেলপথ ধরে কয়লা যাওয়ার সময়ও তাঁরা নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে বেআইনি ভাবে একাধিক কাজ করেছেন । তাই তাঁদের নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই এর গোয়েন্দারা । তাঁদের অনুমান, এই তিন রেল আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে আরও অনেকের নাম জানা যাবে ৷