ETV Bharat / city

CBI Investigation in Bengal : বগটুই থেকে ঝালদা কাণ্ডের তদন্তে গতি শ্লথ সিবিআইয়ের, কিন্তু কেন ? - CBI investigations in Bengal progressing slowly

পশ্চিমবঙ্গে ইদানিং অনেক অপরাধের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের ওপর । তবে বগটুই থেকে ঝালদা কাণ্ডের তদন্তের কিনারা করতে কেন এত দেরি হচ্ছে তাই নিয়ে উঠছে প্রশ্ন (CBI Investigation in Bengal) ৷

CBI Investigation on Bengal Incidents
CBI
author img

By

Published : May 10, 2022, 9:20 PM IST

কলকাতা, 10 মে : বীরভূমের বগটুই কাণ্ড থেকে শুরু করে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস নেতা তপন কান্দু খুনের ঘটনার তদন্তে গতি শ্লথ, দাবি করছে পরিবারগুলি । বীরভূমের বগটুই কাণ্ডে তদন্তে নেমে এখনও পর্যন্ত সিবিআই সেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেনি । ঠিক একইভাবেই পুরুলিয়ার ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় এখনও পর্যন্ত কিনারা করে উঠতে পারেনি সিবিআই । প্রশ্ন উঠেছে কেন এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই ঠিকভাবে তদন্তে গতি আনতে ব্যর্থ হচ্ছে !

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ইদানীং অনেক অপরাধের তদন্তের দায়িত্ব সিবিআইয়ের কাঁধে এসে পড়ছে । কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে শুরু করে, এলাকার লোকজনের সঙ্গে কথা বলা এবং তাদের মন বুঝে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটি বিশেষ কৌশল রয়েছে । কিন্তু ইদানীং একাধিক তদন্ত প্রক্রিয়া আচমকাই সিবিআইয়ের কাছে চলে আসার ফলে পর্যাপ্ত তদন্তকারী আধিকারিক না থাকায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত গতি শ্লথ হচ্ছে (CBI Investigation in Bengal)।

সিবিআই সূত্রে খবর, প্রথমে বীরভূমের বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের পর সেখানে সিবিআইয়ের যে তদন্তকারী দল কাজ করছিল সেই আধিকারিকদেরকেই পাঠানো হয়েছিল পুরুলিয়ার তপন খুনের ঘটনার কিনারা করতে । ফলে কোন তদন্ত কোন পথে এগবে, তা নিয়েই থেকে যাচ্ছে সংশয় । এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম বলেন, "তৃণমূল এবং বিজেপি একে অপরের বন্ধু । কিন্তু প্রকাশ্য দিবালোকে তাঁরা এমনভাবে একে অপরের বিরোধিতা করে যাতে, রাজ্যের মানুষ সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে ভাবার অবকাশ দেখাতে না পারে । যদিও সিবিআইয়ের লোক সংখ্যা অত্যন্ত কম, এটা মানতেই হবে । পাশাপাশি এর মধ্যে রাজনৈতিক কোনও স্বার্থ থাকলেও থাকতে পারে ।"

আরও পড়ুন : Jhalda Murder Case : ফের ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের

কলকাতা, 10 মে : বীরভূমের বগটুই কাণ্ড থেকে শুরু করে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস নেতা তপন কান্দু খুনের ঘটনার তদন্তে গতি শ্লথ, দাবি করছে পরিবারগুলি । বীরভূমের বগটুই কাণ্ডে তদন্তে নেমে এখনও পর্যন্ত সিবিআই সেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেনি । ঠিক একইভাবেই পুরুলিয়ার ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় এখনও পর্যন্ত কিনারা করে উঠতে পারেনি সিবিআই । প্রশ্ন উঠেছে কেন এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই ঠিকভাবে তদন্তে গতি আনতে ব্যর্থ হচ্ছে !

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ইদানীং অনেক অপরাধের তদন্তের দায়িত্ব সিবিআইয়ের কাঁধে এসে পড়ছে । কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে শুরু করে, এলাকার লোকজনের সঙ্গে কথা বলা এবং তাদের মন বুঝে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটি বিশেষ কৌশল রয়েছে । কিন্তু ইদানীং একাধিক তদন্ত প্রক্রিয়া আচমকাই সিবিআইয়ের কাছে চলে আসার ফলে পর্যাপ্ত তদন্তকারী আধিকারিক না থাকায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত গতি শ্লথ হচ্ছে (CBI Investigation in Bengal)।

সিবিআই সূত্রে খবর, প্রথমে বীরভূমের বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ডের তদন্তের পর সেখানে সিবিআইয়ের যে তদন্তকারী দল কাজ করছিল সেই আধিকারিকদেরকেই পাঠানো হয়েছিল পুরুলিয়ার তপন খুনের ঘটনার কিনারা করতে । ফলে কোন তদন্ত কোন পথে এগবে, তা নিয়েই থেকে যাচ্ছে সংশয় । এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম বলেন, "তৃণমূল এবং বিজেপি একে অপরের বন্ধু । কিন্তু প্রকাশ্য দিবালোকে তাঁরা এমনভাবে একে অপরের বিরোধিতা করে যাতে, রাজ্যের মানুষ সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে ভাবার অবকাশ দেখাতে না পারে । যদিও সিবিআইয়ের লোক সংখ্যা অত্যন্ত কম, এটা মানতেই হবে । পাশাপাশি এর মধ্যে রাজনৈতিক কোনও স্বার্থ থাকলেও থাকতে পারে ।"

আরও পড়ুন : Jhalda Murder Case : ফের ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.