কলকাতা, 19 মে : এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করল সিবিআই । অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI files FIR against Paresh Chandra Adhikary and his daughter) ।
সিবিআই সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি পরেশ অধিকারী ৷ এই মর্মে তাঁর এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা । মূলত আদালতের নির্দেশের পরেও তিনি নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেননি ।
প্রথমে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার পথে বর্ধমানে নেমে যান তিনি ৷ তারপরেই আইনজীবীর সাহায্য নেন । হাইকোর্টে হরিশ ট্যাণ্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আপিল করেন তাঁরা ৷ যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্যাণ্ডন-সামন্তর বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ালে মামলা যায় সুব্রত তালুকদারের বেঞ্চে ৷
আরও পড়ুন : বিমানবন্দরে নামলেই পরেশ অধিকারীকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও সিবিআই দফতরে হাজিরা দেননি তিনি ৷ সিবিআই আধিকারিকরা মনে করছেন এর ফলে তিনি যেমন আদালত অবমাননা করেছেন, ঠিক তেমনই সিবিআই তদন্তেও সাহায্য করেননি । ফলে আদালতের নির্দেশে এফআইআর দায়ের করেই তদন্তে এগোচ্ছে সিবিআই ৷