কলকাতা, 17 সেপ্টেম্বর: এসএসসি'র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ফের নিজেদের হেফাজতে নিল সিবিআই ৷ আগামী বৃহস্পতিবার, 22 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (CBI custody for Santi Prasad Sinha in SSC Recruitment Scam) ৷
এদিন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে অনেক তথ্য জানেন শান্তিপ্রসাদ সিনহা ৷ ইতিমধ্যে তাঁকে এবং অশোক সাহাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তাই তাঁকে আরও কিছুদিন সিবিআই হেফাজতে রাখা প্রয়োজন ৷ এরপরেই বিচারক নির্দেশ দেন 22 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন শান্তিপ্রসাদ (Santi Prasad Sinha in CBI custody) ৷
আরও পড়ুন: আজ পার্থ-কল্যাণময়কে জেরা সিবিআইয়ের
শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা নিউটাউন থেকে এসএসসি দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 মিডলম্যানকে গ্রেফতার করেছেন ৷ প্রসন্ন রায় এবং প্রদীপ সিং নামে ধৃত ওই দুই ব্যক্তি সিবিআই হেফাজতে রয়েছে ৷ পাশাপাশি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও দু'দিন আগে গ্রেফতার করেছে সিবিআই । ধৃত এসপি সিনহার কাছ থেকে একাধিক তথ্য পেয়ে এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ।
সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা । তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই । ইতিমধ্যেই শান্তিপ্রসাদ সিনহার বয়ান একাধিকবার রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা । জেরা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও ৷