ETV Bharat / city

CBI Summons Anubrata : আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

author img

By

Published : May 19, 2022, 6:05 PM IST

Updated : May 19, 2022, 7:29 PM IST

অনেক টালবাহানার পর আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (CBI again Summons Anubrata Mandal on next week) ৷ জেরা শেষের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার তলব করল সিবিআই (CBI) ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁকে আগামী সপ্তাহে ফের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷

cbi-again-summons-anubrata-mandal-on-next-week
CBI Summons Anubarata : আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

কলকাতা, 19 মে : অনেক টালবাহানার পর আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (CBI again Summons Anubrata Mandal on next week) ৷ জেরা শেষের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার তলব করল সিবিআই (CBI) ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁকে আগামী সপ্তাহে ফের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের ৷ একাধিকবার তলবের পর তিনি আজ হাজিরা দেন সিবিআইয়ের কাছে ৷ সকাল 10 টা নাগাদ তিনি নিজাম প্যালেসে যান ৷ ঘণ্টা চারেক জেরার পর তাঁকে এদিনের মতো ছেড়ে দেওয়া হয় ৷

কিন্তু আবার তাঁকে নোটিস দেওয়া হয় হাজিরা দেওয়ার জন্য ৷ সিবিআই সূত্রে খবর, এবার অনুব্রতর রোজগার নিয়ে তথ্য সংগ্রহ করা হবে ৷ দেখা হবে অনুব্রতর কোনও ব্যবসা আছে কি না ৷ থাকলে সেখান থেকে তিনি কত উপার্জন করেন ৷ গরু পাচারের টাকা তিনি পেয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখতে চায় সিবিআই ৷

সেই কারণে আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে অনুব্রতকে ৷ সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে অনুব্রতর যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Anubrata Mandal : সুস্থই আছেন অনুব্রত, পৌনে তিন ঘণ্টা পর ছাড়া পেলেন এসএসকেএম থেকে

কলকাতা, 19 মে : অনেক টালবাহানার পর আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (CBI again Summons Anubrata Mandal on next week) ৷ জেরা শেষের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার তলব করল সিবিআই (CBI) ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, তাঁকে আগামী সপ্তাহে ফের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের ৷ একাধিকবার তলবের পর তিনি আজ হাজিরা দেন সিবিআইয়ের কাছে ৷ সকাল 10 টা নাগাদ তিনি নিজাম প্যালেসে যান ৷ ঘণ্টা চারেক জেরার পর তাঁকে এদিনের মতো ছেড়ে দেওয়া হয় ৷

কিন্তু আবার তাঁকে নোটিস দেওয়া হয় হাজিরা দেওয়ার জন্য ৷ সিবিআই সূত্রে খবর, এবার অনুব্রতর রোজগার নিয়ে তথ্য সংগ্রহ করা হবে ৷ দেখা হবে অনুব্রতর কোনও ব্যবসা আছে কি না ৷ থাকলে সেখান থেকে তিনি কত উপার্জন করেন ৷ গরু পাচারের টাকা তিনি পেয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখতে চায় সিবিআই ৷

সেই কারণে আগামী সপ্তাহে সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে অনুব্রতকে ৷ সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে অনুব্রতর যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন : Anubrata Mandal : সুস্থই আছেন অনুব্রত, পৌনে তিন ঘণ্টা পর ছাড়া পেলেন এসএসকেএম থেকে

Last Updated : May 19, 2022, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.