ETV Bharat / city

আয়কর চায়নি, চেয়েছে TDS কাটুক কমিটি; মমতার দাবি উড়িয়ে বলছে পুজো কমিটিগুলো

author img

By

Published : Aug 14, 2019, 3:58 AM IST

Updated : Aug 14, 2019, 6:48 AM IST

আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি পাঠানো হয়নি পুজো কমিটিকে । বলা হয়েছে TDS কাটার কথা । আর সেটা কোনও অযৌক্তিক দাবি নয় । জানালেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ ।

ফাইল ছবি

কলকাতা, 14 অগাস্ট: কয়েকশো কোটি টাকা । হ্যাঁ, গোটা রাজ্যে দুর্গা পুজোর বাজেট এটাই । অন্তত আয়কর দপ্তরের হিসেব তাই বলছে । মণ্ডপ তৈরির ডেকোরেটর, থিম মেকার, আলোর কারিগর থেকে শুরু করে নানা খাতে প্রচুর টাকা খরচ করে পুজো কমিটিগুলো । অথচ নিয়ম অনুযায়ী উৎস মূলে TDS কাটে না প্রায় কেউই । বিষয়টিকে নিয়মের মধ্যে আনতে চাইছে আয়কর দপ্তর । কয়েক বছর ধরেই চলছে চেষ্টা । গত জানুয়ারি মাসে ডাকা হয় কলকাতার 40টি বড় পুজো কমিটিকে । তাদের অনুরোধ জানানো হয়, এ বছর থেকে উৎস মূলে কর কেটে পেমেন্ট করার জন্য । প্রয়োজনে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয় পুজো কমিটিগুলোকে । আর এর জেরেই তৈরি হয়েছে বিতর্ক । তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দুর্গা পুজো তৃণমূল নেতাদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য BJP এই চাল চেলেছে । তাদের আয়কর জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ।

ভিডিয়োয় শুনুন...

আরও পড়ুন : বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদি-শাহরা, আয়কর ইশুতে তোপ ফিরহাদের

কলকাতা আয়কর দপ্তরের উচ্চপদস্থ কর্তা দেবাশিস লাহিড়ী এ প্রসঙ্গে জানিয়েছেন, পুজো কমিটিগুলো থেকে আয়কর চাওয়া হয়নি । বরং তাদের নিয়ম অনুযায়ী TDS কাটতে বলা হয়েছে । তাও সব পুজো কমিটিকে তা বলা হয়নি । কলকাতার বড় পুজো কমিটিগুলোকে বলা হয়েছে । এ বিষয়ে আয়কর দপ্তর কথা বলেছে 'ফোরাম ফর দুর্গা পূজা'র সঙ্গে । ফোরামের আওতায় রয়েছে শতাধিক পুজা কমিটি ।

আরও পড়ুন : পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল

গত জানুয়ারি মাসের পর ফের জুলাই মাসে ডাকা হয় ফোরাম ফর দুর্গাপুজোর পদাধিকারীদের । কলকাতার আয়কর দপ্তরের মূল অফিসে হয় বৈঠক । ফোরাম ফর দুর্গাপুজোর সম্পাদক শ্বাশ্বত এ প্রসঙ্গে বলেন, "গত জুলাই মাসে আমাদের ডাকা হয়েছিল । আমাদের কখনওই বলা হয়নি আয়কর জমা দেওয়ার কথা । বরং বলা হয়েছিল TDS কাটতে । আমরা সে দিন আয়কর দপ্তরের কর্তাদের বলেছিলাম, সব পুজো কমিটির পক্ষে সেটা সম্ভব নয় । ওনারা তারপর আর কিছু বলেননি । তবে এখন বলা হচ্ছে আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি আসেনি সেটা ঠিক নয় । চিঠি না এলে কেন জানুয়ারি মাসে 40 টা পুজো কমিটি আয়কর দপ্তরে হাজির হল?"

আরও পড়ুন : রাস্তায় বসা মমতার অভ্যেস : দিলীপ

আয়কর দপ্তরের ব্যাখ্যা, জানুয়ারি মাসে যখন ডাকা হয়েছিল তা কোন ভাবেই আয়কর দপ্তরের নোটিশ বলতে যা বোঝায়, তা নয় । তখন আয়কর দপ্তরের কাছে কোন ফোরাম বা সমন্বয় কমিটির খবর ছিল না । পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলেই ফোরামের কথা জানা যায় । সেই সূত্রেই তারপর যাবতীয় যোগাযোগ রাখা হচ্ছে ফোরামের সঙ্গে । অর্থাৎ আয়কর দপ্তর সম্প্রতি কোন দুর্গা পুজো কমিটিকেই নোটিশ পাঠায়নি । আর আজ দিল্লিতে আয়কর দপ্তরের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে সে কথা ।

আরও পড়ুন : দুর্গাপুজো তৃণমূলের নয়, বাঙালির : বাবুল

কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার । সেই পুজো কমিটির সম্পাদক তথা যুব তৃণমূল নেতা সজল ঘোষ এ প্রসঙ্গে বলেন, "যে গুজবটা বাজারে রটেছে সেটা ঠিক নয় । আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি পাঠানো হয়নি পুজো কমিটিকে । ওরা বলছে TDS কাটার কথা । সেটা কোনও অযৌক্তিক দাবি নয় । আমরা কোটি কোটি টাকা পেমেন্ট করি পুজোর সঙ্গে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোকে । বহুদিন আগে থেকেই আমরা TDS পেমেন্ট করি ।"

আরও পড়ুন : 'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা

কলকাতা, 14 অগাস্ট: কয়েকশো কোটি টাকা । হ্যাঁ, গোটা রাজ্যে দুর্গা পুজোর বাজেট এটাই । অন্তত আয়কর দপ্তরের হিসেব তাই বলছে । মণ্ডপ তৈরির ডেকোরেটর, থিম মেকার, আলোর কারিগর থেকে শুরু করে নানা খাতে প্রচুর টাকা খরচ করে পুজো কমিটিগুলো । অথচ নিয়ম অনুযায়ী উৎস মূলে TDS কাটে না প্রায় কেউই । বিষয়টিকে নিয়মের মধ্যে আনতে চাইছে আয়কর দপ্তর । কয়েক বছর ধরেই চলছে চেষ্টা । গত জানুয়ারি মাসে ডাকা হয় কলকাতার 40টি বড় পুজো কমিটিকে । তাদের অনুরোধ জানানো হয়, এ বছর থেকে উৎস মূলে কর কেটে পেমেন্ট করার জন্য । প্রয়োজনে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয় পুজো কমিটিগুলোকে । আর এর জেরেই তৈরি হয়েছে বিতর্ক । তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দুর্গা পুজো তৃণমূল নেতাদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য BJP এই চাল চেলেছে । তাদের আয়কর জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে ।

ভিডিয়োয় শুনুন...

আরও পড়ুন : বাংলায় দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদি-শাহরা, আয়কর ইশুতে তোপ ফিরহাদের

কলকাতা আয়কর দপ্তরের উচ্চপদস্থ কর্তা দেবাশিস লাহিড়ী এ প্রসঙ্গে জানিয়েছেন, পুজো কমিটিগুলো থেকে আয়কর চাওয়া হয়নি । বরং তাদের নিয়ম অনুযায়ী TDS কাটতে বলা হয়েছে । তাও সব পুজো কমিটিকে তা বলা হয়নি । কলকাতার বড় পুজো কমিটিগুলোকে বলা হয়েছে । এ বিষয়ে আয়কর দপ্তর কথা বলেছে 'ফোরাম ফর দুর্গা পূজা'র সঙ্গে । ফোরামের আওতায় রয়েছে শতাধিক পুজা কমিটি ।

আরও পড়ুন : পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল

গত জানুয়ারি মাসের পর ফের জুলাই মাসে ডাকা হয় ফোরাম ফর দুর্গাপুজোর পদাধিকারীদের । কলকাতার আয়কর দপ্তরের মূল অফিসে হয় বৈঠক । ফোরাম ফর দুর্গাপুজোর সম্পাদক শ্বাশ্বত এ প্রসঙ্গে বলেন, "গত জুলাই মাসে আমাদের ডাকা হয়েছিল । আমাদের কখনওই বলা হয়নি আয়কর জমা দেওয়ার কথা । বরং বলা হয়েছিল TDS কাটতে । আমরা সে দিন আয়কর দপ্তরের কর্তাদের বলেছিলাম, সব পুজো কমিটির পক্ষে সেটা সম্ভব নয় । ওনারা তারপর আর কিছু বলেননি । তবে এখন বলা হচ্ছে আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি আসেনি সেটা ঠিক নয় । চিঠি না এলে কেন জানুয়ারি মাসে 40 টা পুজো কমিটি আয়কর দপ্তরে হাজির হল?"

আরও পড়ুন : রাস্তায় বসা মমতার অভ্যেস : দিলীপ

আয়কর দপ্তরের ব্যাখ্যা, জানুয়ারি মাসে যখন ডাকা হয়েছিল তা কোন ভাবেই আয়কর দপ্তরের নোটিশ বলতে যা বোঝায়, তা নয় । তখন আয়কর দপ্তরের কাছে কোন ফোরাম বা সমন্বয় কমিটির খবর ছিল না । পুজো কমিটিগুলোর সঙ্গে কথা বলেই ফোরামের কথা জানা যায় । সেই সূত্রেই তারপর যাবতীয় যোগাযোগ রাখা হচ্ছে ফোরামের সঙ্গে । অর্থাৎ আয়কর দপ্তর সম্প্রতি কোন দুর্গা পুজো কমিটিকেই নোটিশ পাঠায়নি । আর আজ দিল্লিতে আয়কর দপ্তরের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে সে কথা ।

আরও পড়ুন : দুর্গাপুজো তৃণমূলের নয়, বাঙালির : বাবুল

কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার । সেই পুজো কমিটির সম্পাদক তথা যুব তৃণমূল নেতা সজল ঘোষ এ প্রসঙ্গে বলেন, "যে গুজবটা বাজারে রটেছে সেটা ঠিক নয় । আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি পাঠানো হয়নি পুজো কমিটিকে । ওরা বলছে TDS কাটার কথা । সেটা কোনও অযৌক্তিক দাবি নয় । আমরা কোটি কোটি টাকা পেমেন্ট করি পুজোর সঙ্গে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোকে । বহুদিন আগে থেকেই আমরা TDS পেমেন্ট করি ।"

আরও পড়ুন : 'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা

Intro:কলকাতা, 13 অগাস্ট: কয়েকশো কোটি টাকা। হ্যাঁ, গোটা রাজ্যে দুর্গা পুজোর বাজেট এটাই। অন্তত আয়কর দপ্তরের হিসেব তাই বলছে। মন্ডপ বানানোর ডেকোরেটর, থিম মেকার, আলোর কারিগর থেকে শুরু করে নানা খাতে প্রচুর টাকা খরচ করে পুজো কমিটি গুলো। অথচ নিয়ম অনুযায়ী উৎসমূলে টেক্স ডিডাক্টেড আট সোর্স বা TDS কাটে না প্রায় কেউই। বিষয়টিকে শৃংখলায় বাঁচতে চাইছে আয়কর দপ্তর। কয়েক বছর ধরেই চলছে চেষ্টা। গত জানুয়ারি মাসে ডাকা হয় কলকাতার 40 টি বড় পুজো কমিটিকে। তাদের অনুরোধ জানানো হয়, এ বছর থেকে উৎসমূলে কর কেটে পেমেন্ট করার জন্য। প্রয়োজনে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে বলা হয় পুজো কমিটিগুলোকে। আর এর জেরেই তৈরি হয়েছে বিতর্ক। আজ তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দুর্গাপুজো তৃণমূল নেতাদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য বিজেপি এই চাল চেলেছে। তাদের আয়কর জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।



Body:আদৌ কি বিষয়টি তাই? পুজো কমিটিগুলোর থেকে আদৌ কি আইকর চাওয়া হয়েছে?

কলকাতা আয়কর দপ্তরের উচ্চপদস্থ কর্তা দেবাশীষ লাহিড়ী এ প্রসঙ্গে জানিয়েছেন, পুজো কমিটির গুলো থেকে আয়কর চাওয়া হয়নি। বরং তাদের নিয়ম অনুযায়ী TDS কাটতে বলা হয়েছে। তাও সব পুজো কমিটিকে তা বলা হয়নি। কলকাতার বড় পুজো কমিটি গুলোকে বলা হয়েছে। এ বিষয়ে আয়কর দপ্তর কথা বলেছে “ফোরাম ফর দূর্গা পূজা”র সঙ্গে। ফোরামের আওতায় রয়েছে শতাধিক পূজা কমিটি। আইকর দপ্তর আপাতত চাইছে, সংঘটিত এই পুজো কমিটিগুলোর মাধ্যমেই রিভার্স কা চালু হোক। যাতে ব্যবসায়ীরা কর ফাঁকি না দিতে পারেন তার জন্যেই সেই চেষ্টা।

গত জানুয়ারি মাসের পর ফের জুলাই মাসে ডাকা হয় ফোরাম ফর দুর্গাপুজোর পদাধিকারীদের। কলকাতার আয়কর দপ্তরের মূল অফিসে হয় বৈঠক। ফোরাম ফর দুর্গাপুজোর সম্পাদক শ্বাশ্বত এ প্রসঙ্গে ইটিভি ভারতকে বলেন, “ গত জুলাই মাসে আমাদের ডাকা হয়েছিল। তখন সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই কথা হয়। আমাদের কখনোই বলা হয়নি আয়কর জমা দেওয়ার কথা। বরং বলা হয়েছিল TDS কাটতে। আমরা সেদিন আয়কর দপ্তরের কর্তাদের বলেছিলাম, সব পুজো কমিটির পক্ষে সেটা সম্ভব নয়। ওনারা তারপর আর কিছু বলেননি। তবে এখন যে বলা হচ্ছে আয়কর দপ্তরের তরফে কোনও চিঠি আসেনি সেটা ঠিক নয়। চিঠি না এলে কেন জানুয়ারী মাসে 40 টা পুজো কমিটি আয়কর দপ্তরে হাজির হল?"

আয়কর দপ্তরের ব্যাখ্যা, জানুয়ারি মাসে যখন ডাকা হয়েছিল তা কোন ভাবেই আয়কর দপ্তরের নোটিশ বলতে যা বোঝায়, তা নয়। তখন আয়কর দপ্তরের কাছে কোন ফোরাম বা সমন্বয় কমিটির খবর ছিল না। পুজো কমিটি গুলোর সঙ্গে কথা বলেই ফোরামের কথা জানা যায়। সেই সূত্রেই তারপর যাবতীয় যোগাযোগ রাখা হচ্ছে ফোরামের সঙ্গে। অর্থাৎ আয়কর দপ্তর সম্প্রতি কোন দূর্গা পূজা কমিটিকেই নোটিশ পাঠায়নি। আর আজ দিল্লিতে আয়কর দপ্তর এর তরফেও জানিয়ে দেওয়া হয়েছে সে কথা।



Conclusion:কলকাতার অন্যতম বিগ বাজেটের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই পুজো কমিটির সম্পাদক তথা যুব তৃণমূল নেতা সজল ঘোষ এ প্রসঙ্গে বলেন, “ যে গুজবটা বাজারে রটেছে সেটা ঠিক নয়। আয়কর দপ্তরের তরফ এ কোন চিঠি পাঠানো হয়নি পুজো কমিটিকে। ওরা বলছেন TDS কাটার কথা। সেটা কোনও অযৌক্তিক দাবি নয়। আমরা কোটি কোটি টাকা পেমেন্ট করি পুজোর সঙ্গে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোকে। বহুদিন আগে থেকেই আমরা টিডিএস কেটে পেমেন্ট করি।"
Last Updated : Aug 14, 2019, 6:48 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.