ETV Bharat / city

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব সিবিআইয়ের - গরুপাচার কাণ্ড

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে আজ বিকেল 3টের মধ্যে হাজিরার নির্দেশ দিল সিবিআই (CBI Summons Anubrata Mondal Close Businessman) ৷ গরুপাচার কাণ্ডে এই তলব করা হয়েছে (Cattle Smuggling Case) ৷ এ দিন সকালে কলকাতা থেকে সিবিআই এর একটি দল বোলপুরে গিয়ে ওই ব্যবসায়ীকে নোটিশ দিয়ে এসেছে ৷

cattle-smuggling-case-cbi-summons-anubrata-mondal-close-businessman-rajeev-bhattacharya
cattle-smuggling-case-cbi-summons-anubrata-mondal-close-businessman-rajeev-bhattacharya
author img

By

Published : Sep 14, 2022, 12:58 PM IST

Updated : Sep 14, 2022, 2:58 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে এ বার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্য়বসায়ীকে তলব করল সিবিআই (CBI Summons Anubrata Mondal Close Businessman) ৷ ওই ব্যবসায়ীর নাম রাজীব ভট্টাচার্য ৷ আজ কলকাতা থেকে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্ব সিবিআই এর একটি দল বোলপুরে গিয়ে তাঁকে হাজিরার নোটিশ দিয়ে এসেছে ৷ আজ বিকেল 3টের সময় তাঁকে বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এই রাজীব ভট্টাচার্যের নামে 10 থেকে 12টি রাইস মিল রয়েছে ৷ এমনকি ইতিমধ্যেই রাজীব ভট্টাচার্যের নামে ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর রয়েছে ৷ রাজীব ভট্টাচার্যের আয়কর রিটার্নের ফাইল খতিয়ে দেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আয়কর সংক্রান্ত সেই নথি থেকে সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময় 66 লক্ষ টাকার বিল মিটিয়ে ছিলেন এই রাজীব ৷

এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন, আচমকা অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার বিল কেন মেটাতে গেলেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ৷ তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনওভাবে যোগসূত্র রয়েছে ওই ব্যবসায়ীর ৷ এ নিয়ে অনুব্রত মণ্ডলকেও একাধিকবার সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেছেন ৷ কেন তাঁর স্ত্রীর চিকিৎসার খরচ রাজীব ভট্টাচার্য দিতে গেলেন ? কিন্তু অনুব্রত এই প্রশ্নে কেউ মুখ খোলেননি বলেই খবর ৷

আরও পড়ুন: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা, ইডি’র আবেদন খারিজ আদালতের

সিবিআই আধিকারিকদের সন্দেহ এই ভাবেই কোটি কোটি কালো টাকা সাদাতে পরিণত করেছেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ৷ ফলে এই সব বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ৷ আর তাই আজ বিকেল 3টের সময় তাঁকে বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ তবে, তিনি হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় 21 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে এ বার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্য়বসায়ীকে তলব করল সিবিআই (CBI Summons Anubrata Mondal Close Businessman) ৷ ওই ব্যবসায়ীর নাম রাজীব ভট্টাচার্য ৷ আজ কলকাতা থেকে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্ব সিবিআই এর একটি দল বোলপুরে গিয়ে তাঁকে হাজিরার নোটিশ দিয়ে এসেছে ৷ আজ বিকেল 3টের সময় তাঁকে বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এই রাজীব ভট্টাচার্যের নামে 10 থেকে 12টি রাইস মিল রয়েছে ৷ এমনকি ইতিমধ্যেই রাজীব ভট্টাচার্যের নামে ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর রয়েছে ৷ রাজীব ভট্টাচার্যের আয়কর রিটার্নের ফাইল খতিয়ে দেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আয়কর সংক্রান্ত সেই নথি থেকে সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেই সময় 66 লক্ষ টাকার বিল মিটিয়ে ছিলেন এই রাজীব ৷

এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন, আচমকা অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার বিল কেন মেটাতে গেলেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ৷ তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনওভাবে যোগসূত্র রয়েছে ওই ব্যবসায়ীর ৷ এ নিয়ে অনুব্রত মণ্ডলকেও একাধিকবার সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেছেন ৷ কেন তাঁর স্ত্রীর চিকিৎসার খরচ রাজীব ভট্টাচার্য দিতে গেলেন ? কিন্তু অনুব্রত এই প্রশ্নে কেউ মুখ খোলেননি বলেই খবর ৷

আরও পড়ুন: সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা, ইডি’র আবেদন খারিজ আদালতের

সিবিআই আধিকারিকদের সন্দেহ এই ভাবেই কোটি কোটি কালো টাকা সাদাতে পরিণত করেছেন ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য ৷ ফলে এই সব বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ৷ আর তাই আজ বিকেল 3টের সময় তাঁকে বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷ তবে, তিনি হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় 21 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন ৷

Last Updated : Sep 14, 2022, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.