কলকাতা, 18 অগস্ট: রাজ্যে গরু পাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে নেমে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের প্রায় 17কোটি টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI)। এ বার সিবিআই-এর অনুমান, শুধু 17 কোটি নয়, আরও বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি গচ্ছিত রয়েছে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের নামে । ফলে এই সংক্রান্ত তথ্য জানার জন্য ইতিমধ্যেই 6টি রাষ্ট্রায়ত্ব ব্যাংককে চিঠি পাঠিয়েছে সিবিআই । সূত্রের খবর, সংশ্লিষ্ট চিঠির মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়-স্বজনদের নামে মোট কত টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে ।
গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে প্রথম থেকেই অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ একাধিক ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের ব্যাংক অ্যাকাউন্টের উপর বিশেষভাবে নজর রেখেছিল সিবিআই । অনুমান করা হচ্ছিল যে, গরু পাচারের লভ্যাংশের একটি অংশ অনুব্রতর আত্মীয়-স্বজনদের নামে ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছিল ।
আরও পড়ুন: এবার অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই
সেই সূত্র ধরেই গতকাল সিবিআই-এর গোয়েন্দারা জানতে পারেন মোট 16 কোটি 57 লক্ষ টাকা গরু পাচারের লভ্যাংশ রূপে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়-স্বজনদের অ্যাকাউন্টে ঢুকেছিল । সেইমতো তদন্ত করতে গিয়ে গতকাল অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের মোট 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই-এর অনুমান, গরু পাচারের টাকা বিভিন্ন ব্যবসায় এবং বিভিন্ন বিনামি কোম্পানিতেও খাটানো হয়েছিল ।