কলকাতা, 14 অক্টোবর: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হাইকোর্টে । চলতি বছরের 29 সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হল দ্বিতীয় মামলা । ওই নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় অংশ নিতে পারবেন 2020-2022 শিক্ষাবর্ষের ডিএলএড, ডিএড ও বিএড শিক্ষার্থীরাও । ডিএলএড, ডিএড ও বিএড পার্ট ওয়ান পরীক্ষায় অংশগ্রহণকারীদেরও সুযোগ দেওয়ার বিরুদ্ধেই দায়ের হল মামলা ।
মামলাকারীদের বক্তব্য রাজ্যে পর্যাপ্ত ডিএল প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী রয়েছেন । তা সত্বেও কেন বর্তমানে যারা ওই ট্রেনিং নিচ্ছেন, এখনও কোর্স সম্পূর্ণ হয়নি তাঁদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে ? এর ফলে আগেই যারা প্রশিক্ষণ নিয়ে বছরের পর বছর ধরে চাকরি না-পেয়ে বসে রয়েছেন তাঁদের সুযোগ কমে যাচ্ছে ।
আরও পড়ুন: প্রাথমিক চাকরিপ্রার্থীদের অবস্থানের মেয়াদ বাড়াতে নারাজ কলকাতা হাইকোর্ট
উল্লেখ্য, গতকালও এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে । 29 সেপ্টেম্বর 2022-এর রাজ্যের দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং 28 জুন 2018 এনসিটিই (NCTE) এর দেওয়া বিজ্ঞপ্তিকে (যেখানে বিএডদেরকে যোগ্য হিসাবে বিবেচনা করা হয়েছে) চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে । প্রার্থীদের দাবি, অবিলম্বে রাজ্যের ওই বিজ্ঞপ্তি সংশোধন করা হোক। আদালত সূত্রে জানা যাচ্ছে, 10 জন মামলাকারী মামলা করেছেন ৷
মামলাকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, বিএড ট্রেনিং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য । অন্যদিকে, ডিএলএড হচ্ছে শুধুমাত্র প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য । বিএড'দের কেন প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সুযোগ দেওয়া হবে । মামলাকারীদের আরও বক্তব্য, আগে বিএডদের সুযোগ দেওয়া হত না। কিন্তু পরে রাজ্য বিএডদেরও প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য বলে ঘোষণা করে। ফলে ডিএলএডদের সুযোগ কমে যাচ্ছে। ডিএলএড ট্রেনিং শুধুমাত্র প্রাথমিক স্তরের চাকরি প্রার্থীদের জন্যই। বিএড যোগ্যতা বাদ দিয়ে অবিলম্বে একটি সংশোধনী প্রকাশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ । আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে।