কলকাতা, 17 ফেব্রুয়ারি : রাজকুমার সাউয়ের মৃত্যু নিয়ে মামলার পরবর্তী শুনানি 25 ফেব্রুয়ারি ৷ তার আগেই এবার CBI তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে গেল রাজকুমার সাউয়ের পরিবার । পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে আগামীকাল মামলা দায়ের হবে বলে জানালেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ।
10 ফেব্রুয়ারি সিঁথি থানায় জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন রাজকুমার । তারপর RG কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এই ঘটনায় রাজকুমার সাউয়ের পরিবারের তরফে সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । কলকাতা হাইকোর্টেও একটি মামলা দায়ের হয় ।
সেই মামলায় 11 ফেব্রুয়ারি হাইকোর্ট নির্দেশ দেয় রাজকুমার সাউয়ের মৃতদেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে । বলা হয়, পরিবারের এক সদস্যের উপস্থিতিতে এবং জাতীয় মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ময়নাতদন্ত করতে হবে । নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । ময়নাতদন্তের রিপোর্ট মানবাধিকার কমিশনকে পাঠানোর নির্দেশও দেওয়া হয় । ওই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছিল ৷ 25 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি । আর তার আগেই আজ মৃতের পরিবারের তরফে ভাই রাকেশ সাউ ও ছেলে বিজয় সাউ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ।