কলকাতা, 7 জুন : দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমলে কী করে বাড়ছে গরু পাচার এর ঘটনা, এই নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (case filed in Calcutta HC on the issue of cattle smuggling) ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে । মঙ্গলবার এই মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার । এদিন আদালতে মামলাকারীর আবেদন, অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করুক হাইকোর্ট । প্রয়োজনে সীমান্ত সিল করা হোক । অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় তাঁকেও এই মামলায় যুক্ত করা হয়েছে ৷
আরও পড়ুন : টুইটে কেন্দ্রীয় সংস্থার নজরদারির জবাব দিলেন অভিষেক
এপ্রসঙ্গে আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন,"বিএসএফ, সিআিএসএফ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নিন্ত্রয়ণে কাজ করে । কিছুদিন আগেই উনি বিএসএফের এলাকা আরও 15 কিলোমিটার বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করেছেন । এই পরিস্থিতিতে কি করে এনামুল হকের মতো লোকজন বিএসএফকে ফাঁকি দিয়ে গরু পাচার চক্রে সক্রিয় হচ্ছে? বিএসএফের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কী ভাবনা সেটা আদালতে জানাতে আর্জি জানিয়েছি ।"