ETV Bharat / city

Case against Abhishek Dismissed by HC : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টে

হলদিয়ায় গত শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC MP Abhishek Banerjee) ৷ সেখানে তিনি আদালত অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় সোমবার খারিজ করে দিল আদালত (Case against Abhishek Banerjee Dismissed by Calcutta High Court) ৷

case-against-abhishek-banerjee-dismissed-by-calcutta-high-court
Case against Abhishek Dismissed by HC : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টে
author img

By

Published : May 30, 2022, 3:31 PM IST

Updated : May 30, 2022, 4:27 PM IST

কলকাতা, 30 মে : কলকাতা, 30 মে : অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Case against Abhishek Banerjee Dismissed by Calcutta High Court) ৷ সোমবার সেই মামলা খারিজ করে দেয় আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ ৷ তবে এই ধরনের মন্তব্য করার বিষয়ে জনপ্রিয় রাজনৈতিক প্রতিনিধিদের সচেতন থাকা উচিত বলেও জানিয়েছে আদালত ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC MP Abhishek Banerjee) ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ অভিযোগ ওঠে যে অভিষেক বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করছেন ৷ তাঁর মন্তব্য আদালত অবমাননাকর ৷

আরও পড়ুন : Case filed against Abhishek: বিচারব্যবস্থাকে নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

সেই নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল সোমবার ৷ মামলা করেছিলেন আইনজীবী কৌস্তব বাগচি এবং সুস্মিতা সাহা দত্ত । দুপুর 2টোর সময় মামলার শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে ৷ সেখানে আদালতের তরফে জানানো হয় যে এই মামলা জরুরি ভিত্তিতে শুনানি করার মতো বিষয় নয়, তাই খারিজ করা হল ৷

আইনজীবী কৌস্তব বাগচির বক্তব্য

যদিও কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের মন্তব্য রাস্তাঘাটে খুবই শোনা যায় ৷ সব মন্তব্য যদি আদালত গুরুত্ব দেয়, তাহলে আদালতের কাজ চালানোই সমস্যাজনক হয়ে পড়বে ৷ তবে জনপ্রিয় রাজনৈতিক প্রতিনিধিদের এই ধরনের মন্তব্য করা নিয়ে সচেতন থাকা জরুরি, যাতে আদালতের প্রতি তাদের অশ্রদ্ধা ব্যক্ত হয়ে না পড়ে বা আদালত অবমাননাকর না হয়ে পড়ে ৷

আরও পড়ুন : AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

কলকাতা, 30 মে : কলকাতা, 30 মে : অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Case against Abhishek Banerjee Dismissed by Calcutta High Court) ৷ সোমবার সেই মামলা খারিজ করে দেয় আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চ ৷ তবে এই ধরনের মন্তব্য করার বিষয়ে জনপ্রিয় রাজনৈতিক প্রতিনিধিদের সচেতন থাকা উচিত বলেও জানিয়েছে আদালত ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (AITC MP Abhishek Banerjee) ৷ সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ অভিযোগ ওঠে যে অভিষেক বিচারব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করছেন ৷ তাঁর মন্তব্য আদালত অবমাননাকর ৷

আরও পড়ুন : Case filed against Abhishek: বিচারব্যবস্থাকে নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

সেই নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছিল সোমবার ৷ মামলা করেছিলেন আইনজীবী কৌস্তব বাগচি এবং সুস্মিতা সাহা দত্ত । দুপুর 2টোর সময় মামলার শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে ৷ সেখানে আদালতের তরফে জানানো হয় যে এই মামলা জরুরি ভিত্তিতে শুনানি করার মতো বিষয় নয়, তাই খারিজ করা হল ৷

আইনজীবী কৌস্তব বাগচির বক্তব্য

যদিও কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ধরনের মন্তব্য রাস্তাঘাটে খুবই শোনা যায় ৷ সব মন্তব্য যদি আদালত গুরুত্ব দেয়, তাহলে আদালতের কাজ চালানোই সমস্যাজনক হয়ে পড়বে ৷ তবে জনপ্রিয় রাজনৈতিক প্রতিনিধিদের এই ধরনের মন্তব্য করা নিয়ে সচেতন থাকা জরুরি, যাতে আদালতের প্রতি তাদের অশ্রদ্ধা ব্যক্ত হয়ে না পড়ে বা আদালত অবমাননাকর না হয়ে পড়ে ৷

আরও পড়ুন : AITC Supports Abhishek : বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্যে বাধা নেই, অভিষেকের বক্তব্য অবমাননাকর নয় : চন্দ্রিমা

Last Updated : May 30, 2022, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.