ETV Bharat / city

হটস্পট ঘোষণার পরেও শহরবাসীর মুখে মাস্ক নেই ! - অসতর্ক শহরবাসীর মুখে মাস্ক নেই

কলকাতা শহর ও শহরতলিতে ক্রমশ বাড়ছে ভাইরাসের প্রকোপ। বহু অঞ্চল ঘোষিত হটস্পট। তবু, মাস্ক ছাড়াই পথে নগরবাসী। ক্ষোভ প্রকাশ করলেন মহানাগরিক।

careless city residents without masks
শহরবাসী
author img

By

Published : Apr 19, 2020, 11:27 PM IST

Updated : Apr 20, 2020, 4:23 PM IST

কলকাতা, 19 এপ্রিল: রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ। কলকাতা শহর ও শহরতলিতে ক্রমশ বাড়ছে ভাইরাসের প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী এমত অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক। যে নিয়ম কার্যকর করেছে রাজ্য প্রশাসনও। দেখা যাচ্ছে তারপরেও হুঁশ ফেরেনি একাংশের শহরবাসীর। শহরের বিভিন্ন অঞ্চলকে হটস্পট ঘোষণার পরেও রবিবার দেখা গেল সুরক্ষাবলয় ছাড়াই বেশ কিছু এলাকায় রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। অপ্রয়োজনে অনেকে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। পুলিশের মুখোমুখি হলে অস্বস্তিতে পড়ছেন অবশ্য। সেক্ষেত্রে ক্ষমা চেয়ে তড়িঘড়ি বাড়ির পথে হাঁটা দিচ্ছেন। এমন ঘটনায় আজ ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, এবার রাস্তায় বেরোলেই জরিমানা করা ছাড়া উপায় নেই দেখছি।

careless city residents not Wear mask
মাস্ক, সামাজিক দূরত্ব, কোনোটাই দেখা গেল না শহরের একাংশে।

কোরোনার থাবায় দেশজুড়ে আক্রান্ত অসংখ্য মানুষ। মহানগরের বিভিন্ন অংশেও ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। রাজাবাজার ও বেলগাছিয়া, মেটিয়াব্রুজ, খিদিরপুর, পার্ক সার্কাসের মতো অঞ্চলে কোরোনার সংক্রমণ মিলেছে। রাজ্য প্রশাসন তৎপরতার সঙ্গে এই অঞ্চলগুলিকে হটস্পটও ঘোষণা করেছে। শহরের এইসব অঞ্চলে দিনভর চলছে সচেতনতা প্রচার। মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এছাড়াও কলকাতার সংক্রমণ প্রবণ এলাকাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মানুষকে ঘরবন্দি রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে অলিগলিতে। কেবলমাত্র সকালের দিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, এরমধ্যেও মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন বহু মানুষ।

রবিবার দেখা গেল, সরকারি নির্দেশিকা অমান্য করে রাজাবাজার চত্বরে মুখে মাস্ক না পরে ঘুরে বেরাচ্ছেন অনেকেই। মাস্ক ছাড়া বেরিয়েছেন কেন? প্রশ্ন করতে এক মাঝবয়সীর জবাব, ধূমপান করতে মাস্ক খুলেছি। কারও যুক্তি, থুতু ফেলার জন্য তিনি মাস্ক খুলতে হয়েছে। এক বৃদ্ধ আবার মাস্ক ভুলে বাড়িতে ফেলে এসেছেন বলে জানালেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কিংবা পুলিশকে দেখলেই মাথা নিচু করে দৌড়ে পালাচ্ছেন।

মানুষের এমন অসর্তকতা নিয়ে রবিবার ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "মানুষের মধ্যে সচেতনতা ও সর্তকতা না থাকলে কোরোনা ভাইরাস আরও বেশি সংক্রমিত হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনা কারণে রাস্তায় বেরোলেই জরিমানার ব্যবস্থা করা প্রয়োজন দেখছি।"

কলকাতা, 19 এপ্রিল: রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ। কলকাতা শহর ও শহরতলিতে ক্রমশ বাড়ছে ভাইরাসের প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী এমত অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক। যে নিয়ম কার্যকর করেছে রাজ্য প্রশাসনও। দেখা যাচ্ছে তারপরেও হুঁশ ফেরেনি একাংশের শহরবাসীর। শহরের বিভিন্ন অঞ্চলকে হটস্পট ঘোষণার পরেও রবিবার দেখা গেল সুরক্ষাবলয় ছাড়াই বেশ কিছু এলাকায় রাস্তায় বেরিয়েছেন বহু মানুষ। অপ্রয়োজনে অনেকে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। পুলিশের মুখোমুখি হলে অস্বস্তিতে পড়ছেন অবশ্য। সেক্ষেত্রে ক্ষমা চেয়ে তড়িঘড়ি বাড়ির পথে হাঁটা দিচ্ছেন। এমন ঘটনায় আজ ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, এবার রাস্তায় বেরোলেই জরিমানা করা ছাড়া উপায় নেই দেখছি।

careless city residents not Wear mask
মাস্ক, সামাজিক দূরত্ব, কোনোটাই দেখা গেল না শহরের একাংশে।

কোরোনার থাবায় দেশজুড়ে আক্রান্ত অসংখ্য মানুষ। মহানগরের বিভিন্ন অংশেও ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। রাজাবাজার ও বেলগাছিয়া, মেটিয়াব্রুজ, খিদিরপুর, পার্ক সার্কাসের মতো অঞ্চলে কোরোনার সংক্রমণ মিলেছে। রাজ্য প্রশাসন তৎপরতার সঙ্গে এই অঞ্চলগুলিকে হটস্পটও ঘোষণা করেছে। শহরের এইসব অঞ্চলে দিনভর চলছে সচেতনতা প্রচার। মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এছাড়াও কলকাতার সংক্রমণ প্রবণ এলাকাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মানুষকে ঘরবন্দি রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে অলিগলিতে। কেবলমাত্র সকালের দিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, এরমধ্যেও মাস্ক ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন বহু মানুষ।

রবিবার দেখা গেল, সরকারি নির্দেশিকা অমান্য করে রাজাবাজার চত্বরে মুখে মাস্ক না পরে ঘুরে বেরাচ্ছেন অনেকেই। মাস্ক ছাড়া বেরিয়েছেন কেন? প্রশ্ন করতে এক মাঝবয়সীর জবাব, ধূমপান করতে মাস্ক খুলেছি। কারও যুক্তি, থুতু ফেলার জন্য তিনি মাস্ক খুলতে হয়েছে। এক বৃদ্ধ আবার মাস্ক ভুলে বাড়িতে ফেলে এসেছেন বলে জানালেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি কিংবা পুলিশকে দেখলেই মাথা নিচু করে দৌড়ে পালাচ্ছেন।

মানুষের এমন অসর্তকতা নিয়ে রবিবার ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "মানুষের মধ্যে সচেতনতা ও সর্তকতা না থাকলে কোরোনা ভাইরাস আরও বেশি সংক্রমিত হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিনা কারণে রাস্তায় বেরোলেই জরিমানার ব্যবস্থা করা প্রয়োজন দেখছি।"

Last Updated : Apr 20, 2020, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.