ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : পৌরভোটে স্থগিতাদেশ জারির এক্তিয়ার কার, প্রশ্ন হাইকোর্টের

পৌরভোটের নির্ঘণ্টে স্থগিতাদেশ দেওয়ার এক্তিয়ার কার রয়েছে ? রাজ্যের পৌর নির্বাচন (Bengal Civic Polls 2022) নিয়ে চলা মামলায় রাজ্য সরকার (West Bengal Government) ও নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

can't postpone bengal civic polls 2022 alone, state election commission says calcutta high court
Bengal Civic Polls 2022 : পৌরভোটে স্থগিতাদেশ জারির এক্তিয়ার কার, প্রশ্ন হাইকোর্টের
author img

By

Published : Jan 13, 2022, 1:05 PM IST

Updated : Jan 13, 2022, 2:33 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনে আগামী 22 জানুয়ারিই সংশ্লিষ্ট চার পৌরনিগমে ভোট (Bengal Civic Polls 2022) করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানিয়েছেন তাদের আইনজীবী জয়ন্ত মিত্র ৷ একইসঙ্গে তিনি জানান, কমিশন এককভাবে ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না ৷ তবে রাজ্য সরকার (West Bengal Government) যদি বর্তমান পরিস্থিতিতে ‘বিপর্যয়’ ঘোষণা করে, সেক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ এমনিতেই পিছিয়ে যাবে ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : রাজ্যের 113টি পৌরবোর্ডেই প্রতিনিধি চায় বিজেপি

এদিন মামলার শুনানি চলাকালীন আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘‘নির্বাচন কমিশন ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে না ৷ রাজ্যের সম্মতি থাকলে একমাত্র তবেই নির্বাচন স্থগিত রাখা যেতে পারে ৷ তাছাড়া, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটদানের সময়সীমা একঘণ্টা বাড়ানো হয়েছে ৷ যাতে ভোটাররা তাঁদের সুবিধা মতো এসে ভোট দিতে পারেন ৷ পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও থাকছে ৷ আইন অনুযায়ী, কমিশন ইচ্ছামতো একা পূর্ব নির্ধারিত ভোট স্থগিত করতে পারে না ৷’’

অন্যদিকে, ভোট স্থগিত রাখার ক্ষেত্রে এদিনও কমিশনের কোর্টেই বল ঠেলেছেন রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল ৷ তাঁর দাবি, ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে ৷ এছাড়াও রাজ্যের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট পৌরনিগমের মধ্যে আসানসোলে 98 শতাংশ মানুষকেই টিকার প্রথম ডোজ এবং 72 শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷ চন্দননগরে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণের পরিসংখ্যান যথাক্রমে 98 এবং 95 শতাংশ ৷ আর শিলিগুড়ি ও বিধাননগরে 100 শতাংশ বাসিন্দাকেই টিকার দু’টি ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়ি পৌরনিগমে তৃণমূলকে সমর্থন গোর্খা জনমুক্তি মোর্চার

দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চান, ‘‘ভোট স্থগিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজ্যের বক্তব্যে সামঞ্জস্য নেই কেন ? আপনারা আগে নিজেদের অবস্থান স্পষ্ট করুন ৷’’ এরপর সংশ্লিষ্ট দু’পক্ষের কাছেই প্রধান বিচারপতি জানতে চান, ভোট স্থগিত করার এক্তিয়ার তাহলে কার ? অন্যদিকে, বিজেপির তরফে আপাতত ভোট রাখার দাবি জানিয়ে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছে ৷ সবপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে ভোট স্থগিত রাখার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিমল ভট্টাচার্য নামে এক সমাজকর্মী ৷ এদিন প্রধান বিচারপতির এজলাসে সেই মামলারই শুনানি হয় ৷

কলকাতা, 13 জানুয়ারি : পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনে আগামী 22 জানুয়ারিই সংশ্লিষ্ট চার পৌরনিগমে ভোট (Bengal Civic Polls 2022) করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এমনটাই জানিয়েছেন তাদের আইনজীবী জয়ন্ত মিত্র ৷ একইসঙ্গে তিনি জানান, কমিশন এককভাবে ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না ৷ তবে রাজ্য সরকার (West Bengal Government) যদি বর্তমান পরিস্থিতিতে ‘বিপর্যয়’ ঘোষণা করে, সেক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ এমনিতেই পিছিয়ে যাবে ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : রাজ্যের 113টি পৌরবোর্ডেই প্রতিনিধি চায় বিজেপি

এদিন মামলার শুনানি চলাকালীন আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, ‘‘নির্বাচন কমিশন ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে না ৷ রাজ্যের সম্মতি থাকলে একমাত্র তবেই নির্বাচন স্থগিত রাখা যেতে পারে ৷ তাছাড়া, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটদানের সময়সীমা একঘণ্টা বাড়ানো হয়েছে ৷ যাতে ভোটাররা তাঁদের সুবিধা মতো এসে ভোট দিতে পারেন ৷ পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও থাকছে ৷ আইন অনুযায়ী, কমিশন ইচ্ছামতো একা পূর্ব নির্ধারিত ভোট স্থগিত করতে পারে না ৷’’

অন্যদিকে, ভোট স্থগিত রাখার ক্ষেত্রে এদিনও কমিশনের কোর্টেই বল ঠেলেছেন রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল ৷ তাঁর দাবি, ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত একমাত্র কমিশনই নিতে পারে ৷ এছাড়াও রাজ্যের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট পৌরনিগমের মধ্যে আসানসোলে 98 শতাংশ মানুষকেই টিকার প্রথম ডোজ এবং 72 শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৷ চন্দননগরে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণের পরিসংখ্যান যথাক্রমে 98 এবং 95 শতাংশ ৷ আর শিলিগুড়ি ও বিধাননগরে 100 শতাংশ বাসিন্দাকেই টিকার দু’টি ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়ি পৌরনিগমে তৃণমূলকে সমর্থন গোর্খা জনমুক্তি মোর্চার

দু’পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানতে চান, ‘‘ভোট স্থগিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজ্যের বক্তব্যে সামঞ্জস্য নেই কেন ? আপনারা আগে নিজেদের অবস্থান স্পষ্ট করুন ৷’’ এরপর সংশ্লিষ্ট দু’পক্ষের কাছেই প্রধান বিচারপতি জানতে চান, ভোট স্থগিত করার এক্তিয়ার তাহলে কার ? অন্যদিকে, বিজেপির তরফে আপাতত ভোট রাখার দাবি জানিয়ে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছে ৷ সবপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে ভোট স্থগিত রাখার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিমল ভট্টাচার্য নামে এক সমাজকর্মী ৷ এদিন প্রধান বিচারপতির এজলাসে সেই মামলারই শুনানি হয় ৷

Last Updated : Jan 13, 2022, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.