কলকাতা, 29 এপ্রিল : তীব্র গরমে, প্রখর রোদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে উঠল রাজ্যের পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) দফতর ৷ দ্রুত নিয়োগের দাবিতে এদিন মুদিয়ালিতে চড়া রোদের মধ্যেই বিক্ষোভ দেখান বেশ কিছু চাকরিপ্রার্থী (candidates protest in front of WBPSC office demanding appointment) ৷ তীব্র দাবদাহের মধ্যে এদিন বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ৷ পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের ৷ কয়েকজনকে আটক করে পুলিশ ৷
জানা গিয়েছে, প্রায় 6 বছর আগে খাদ্য দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল পিএসসি ৷ পরীক্ষা শেষে সফল চাকরিপ্রার্থীদের চূড়ান্ত নিয়োগ তালিকাও প্রকাশিত হয় ৷ কিন্তু এত বছরেও অনেকেই নিয়োগপত্র দেওয়া হয়নি ৷ দ্রুত নিয়োগের দাবিতে এদিন পিএসসি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা ৷ এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ৷ পুলিশ বিক্ষোভকারীদের সরাতে এলে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ৷
আরও পড়ুন : রেলের পরীক্ষার সিট পড়ছে ভিনরাজ্যে, প্রতিবাদে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
20 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ৷ এদিন বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিন-চার জন ৷ একজন অজ্ঞানও হয়ে পড়েন ৷ বিক্ষোভকারীদের একাংশের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্বেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না ৷