কলকাতা, 29 এপ্রিল : এক রাজ্যের পরীক্ষার্থীকে কেন ভিনরাজ্যে পরীক্ষা দিতে যেতে হবে। কেন নিজ নিজ রাজ্যে পরীক্ষার্থীদের রেলের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না । এর প্রতিবাদে রেল ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা (candidates of railway job demonstrate protest) ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি)-র পরীক্ষার ক্ষেত্রে ফর্ম পূরণের সময় পরীক্ষার্থীরা নিজের রাজ্যের মধ্যে যে পরীক্ষাকেন্দ্রের কথা উল্লেখ করেছিলেন, সেখানে পরীক্ষার সিট পড়েনি ৷ এমনকি রাজ্যের মধ্যে নয়, পরীক্ষার সিট দেওয়া হয়েছে ভিনরাজ্যে ৷
জানা গিয়েছে, 2019 সালে রেলের এনটিপিসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও টানা 3 বছর পরীক্ষা নিয়ে অনেক টালবাহানা চলে । চার মাস আগে এই নিয়োগ পরীক্ষার কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি 1)-এর ফলাফল প্রকাশিত হয়েছে । এবার সিবিটি 2 পরীক্ষার পালা । মে মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা হওয়ার কথা ৷ এই পরীক্ষার কেন্দ্র নিয়েই জটিলতার সৃষ্টি হয়েছে । পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চের অভিযোগ, এই রাজ্যের পরীক্ষার্থীদের সিট ফেলে হয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কেরল, অসমের মতো ভিনরাজ্যে ৷ বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ।
আরও পড়ুন : আগামী পাঁচদিনে তাপপ্রবাহ আরও বাড়বে, কমলা সতর্কতা আবহাওয়া দফতরের
চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "ফর্ম পূরণ করার সময় পরীক্ষার্থীরা নিজ রাজ্যের ভিতরেই যে পরীক্ষা কেন্দ্রগুলির কথা উল্লেখ করেছিলেন সেগুলি মানা হল না । এরফলে কর্মহীন ছেলেমেয়েদের শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে অন্য রাজ্যে যেতে হবে, এর যুক্তি কী? এই অল্প কয়েকদিনের মধ্যে ট্রেনের টিকিটও যাচ্ছে না । খুবই অসুবিধায় পড়েছেন এই রাজ্যের ছেলে মেয়েরা । তাই বাংলার পরীক্ষার্থীরা যাতে এরাজ্যের পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে ৷" এই দাবিতে এদিন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা শাখা অফিসে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা ৷