ETV Bharat / city

লকডাউনের দিনগুলিতে বাতিল পূর্ব রেলের একাধিক ট্রেন

7, 11 ও 12 সেপ্টেম্বর পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেনের নির্ঘণ্ট পরিবর্তন করা হয়েছে । পাশাপাশি বাতিল হয়েছে একাধিক স্পেশাল ট্রেন ।

special trains cancelled
special trains cancelled
author img

By

Published : Sep 5, 2020, 11:32 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে ফের শুরু হয়েছে লকডাউন । তবে এবার সপ্তাহে যে-কোনও দু'দিন, আবার কোনও সপ্তাহে একদিন সম্পূর্ণভাবে লকডাউন থাকবে । ফলে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে । আগামী 7, 11 ও 12 সেপ্টেম্বর একাধিক ট্রেনের নির্ঘণ্ট পরিবর্তন করা হয়েছে । পাশাপাশি বাতিল হয়েছে একাধিক স্পেশাল ট্রেন ।

লকডাউনের জন্য পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের সময় পরিবর্তন হয়েছে । পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে ।

পূর্ব রেলের যে স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল :

* 02024 পটনা হাওড়া স্পেশাল ট্রেন - এই ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02023 হাওড়া পটনা স্পেশাল ট্রেন - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02302 নিউ দিল্লি হাওড়া এসি স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 10 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02301 হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেস - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02308 যোধপুর হাওড়া স্পেশাল ট্রেন - ট্রেনটি 5, 9 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02307 হাওড়া যোধপুর স্পেশাল ট্রেন - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 7, 11 ও12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02303 হাওড়া নিউ দিল্লি স্পেশাল ট্রেন - এই ট্রেনটি পটনা দিয়ে যাতায়াত করে, ট্রেনটি 5 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02304 নিউ দিল্লি হাওড়া স্পেশাল ট্রেন - এটি পটনা দিয়ে যাতায়াত করে, ট্রেনটি 6 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02382 নিউ দিল্লি হাওড়া স্পেশাল ট্রেন - ট্রেনটি ধানবাদ দিয়ে যাতায়াত করে এবং 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02201 শিয়ালদা ভুবনেশ্বর স্পেশাল ট্রেন - ট্রেনটি 7 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02202 ভুবনেশ্বর শিয়ালদা স্পেশাল ট্রেন - ট্রেনটি 8 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02358 অমৃতসর কলকাতা স্পেশাল ট্রেন - ট্রেনটি 10 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গে ফের শুরু হয়েছে লকডাউন । তবে এবার সপ্তাহে যে-কোনও দু'দিন, আবার কোনও সপ্তাহে একদিন সম্পূর্ণভাবে লকডাউন থাকবে । ফলে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে । আগামী 7, 11 ও 12 সেপ্টেম্বর একাধিক ট্রেনের নির্ঘণ্ট পরিবর্তন করা হয়েছে । পাশাপাশি বাতিল হয়েছে একাধিক স্পেশাল ট্রেন ।

লকডাউনের জন্য পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের সময় পরিবর্তন হয়েছে । পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে ।

পূর্ব রেলের যে স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল :

* 02024 পটনা হাওড়া স্পেশাল ট্রেন - এই ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02023 হাওড়া পটনা স্পেশাল ট্রেন - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02302 নিউ দিল্লি হাওড়া এসি স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 10 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02301 হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেস - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02308 যোধপুর হাওড়া স্পেশাল ট্রেন - ট্রেনটি 5, 9 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02307 হাওড়া যোধপুর স্পেশাল ট্রেন - ট্রেনটি 7, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02377 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 11 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশাল ট্রেন - ট্রেনটি 6, 7, 11 ও12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02303 হাওড়া নিউ দিল্লি স্পেশাল ট্রেন - এই ট্রেনটি পটনা দিয়ে যাতায়াত করে, ট্রেনটি 5 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02304 নিউ দিল্লি হাওড়া স্পেশাল ট্রেন - এটি পটনা দিয়ে যাতায়াত করে, ট্রেনটি 6 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02382 নিউ দিল্লি হাওড়া স্পেশাল ট্রেন - ট্রেনটি ধানবাদ দিয়ে যাতায়াত করে এবং 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02201 শিয়ালদা ভুবনেশ্বর স্পেশাল ট্রেন - ট্রেনটি 7 ও 11 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02202 ভুবনেশ্বর শিয়ালদা স্পেশাল ট্রেন - ট্রেনটি 8 ও 12 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

* 02358 অমৃতসর কলকাতা স্পেশাল ট্রেন - ট্রেনটি 10 সেপ্টেম্বর ছাড়ার কথা ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.