কলকাতা, 20 জুলাই: রাজ্যের বিভিন্ন স্কুলে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে ৷ অথচ, তারপরও যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না ! এই প্রেক্ষাপটে সমস্যা সমাধানে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Cognizance) গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷
2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরও বহু প্রার্থীই চাকরি পাননি ৷ মেধাতালিকায় নাম ওঠার পরও পরবর্তী পর্যায়ে তাঁরা প্রক্রিয়া থেকে বাদ পড়ে গিয়েছেন ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ তেমনই একটি মামলায় তথ্য জানার অধিকার আইনে (RTI) সংগৃহীত নথি জমা করা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছ, 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট 9 হাজার 260 জন প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন ৷ এখনও শূন্য পদ রয়েছে 6 হাজার 24টি ৷ সেই পদগুলিতেই যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে মামলা রুজু করা হয়েছে ৷
বুধবারও এই সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ওঠে ৷ মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল শোনার পর বিচারপতি জানান, তিনি এই সংক্রান্ত মামলাগুলি স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহণ করতে আগ্রহী ৷
বিচারপতির এই অবস্থান জানার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) আইনজীবী জানান, 2020 সালে মোট কত জন চাকরিপ্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে অন্তত দু'দিন সময় লাগবে ৷ তারপরই এই বিষয়ে আদালতে হলফনামা পেশ করা হবে ৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 25 জুলাই ৷