ETV Bharat / city

জেল না বেল ? কী নির্দেশ অপেক্ষা করছে হেভিওয়েটদের জন্য - নারদ কেলেঙ্কারি

বুধবার শুনানিতে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা প্রভাবশালী তত্ত্বকে অত্যন্ত জোরের সাথে আদালতের সামনে পেশ করেন । তাতে মামলা অন্য রাজ্যে সরে যাওয়ার সম্বাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সিবিআই-এর দাবি মামলা অন্যরাজ্যে সরলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে তা অন্তত হবে না ।

HIGH
HIGH
author img

By

Published : May 20, 2021, 12:52 PM IST

কলকাতা, 20 মে : বুধবার দীর্ঘ শুনানির পরও শেষ হয়নি সওয়াল জবাব । চার হেভিওয়েট নেতার জামিন খারিজের সিবিআইয়ের আবেদন এবং নারদা মামলা ভিন রাজ্যে স্থানান্তর করার সিবিআইয়ের আবেদনের আজ ফের শুনানি । বেলা দুটো থেকে শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । বুধবার সবপক্ষই তাদের বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছে । তাই আজকে স্বল্প কিছু সময়ে শুনানির পর এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের ।

বুধবার শুনানিতে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা প্রভাবশালী তত্ত্বকে অত্যন্ত জোরের সাথে আদালতের সামনে পেশ করেন । তাতে মামলা অন্য রাজ্যে সরে যাওয়ার সম্বাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সিবিআই-এর দাবি মামলা অন্যরাজ্যে সরলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে তা অন্তত হবে না । অন্যদিকে রাজ্যের চার হেভিওয়েট নেতার হয়ে অভিষেক মনু সিংভি সহ অন্যান্যরা বারবার বলেছেন করেছেন প্যান্ডেমিক পরিস্থিতিতে সিবিআইয়ের এই তৎপরতা আসলে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিচ্ছে ।

আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর

আশা করা যাচ্ছে আজ বিকেলের মধ্যেই জানা যাবে বল কোন দিকে গড়াতে চলেছে । তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই মামলায় চার হেভিওয়েটের গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, সিবিআই অফিসে গিয়ে অবস্থান করা পাশাপাশি আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্কশাল কোর্ট এ উপস্থিতি এগুলোই এখন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে । অভিযুক্তদের জামিন না দেওয়ার পক্ষে এই বিষয়গুলি কেই সিবিআই হাতিয়ার করছে । সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,আইন মন্ত্রি মলয় ঘটক ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও নারদা মামলা ভিন রাজ্যে স্থানান্তর করার মামলায় পার্টি করা হয়েছে ।

কলকাতা, 20 মে : বুধবার দীর্ঘ শুনানির পরও শেষ হয়নি সওয়াল জবাব । চার হেভিওয়েট নেতার জামিন খারিজের সিবিআইয়ের আবেদন এবং নারদা মামলা ভিন রাজ্যে স্থানান্তর করার সিবিআইয়ের আবেদনের আজ ফের শুনানি । বেলা দুটো থেকে শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । বুধবার সবপক্ষই তাদের বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছে । তাই আজকে স্বল্প কিছু সময়ে শুনানির পর এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের ।

বুধবার শুনানিতে সলিসিটর জেনেরাল তুষার মেহেতা প্রভাবশালী তত্ত্বকে অত্যন্ত জোরের সাথে আদালতের সামনে পেশ করেন । তাতে মামলা অন্য রাজ্যে সরে যাওয়ার সম্বাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সিবিআই-এর দাবি মামলা অন্যরাজ্যে সরলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে তা অন্তত হবে না । অন্যদিকে রাজ্যের চার হেভিওয়েট নেতার হয়ে অভিষেক মনু সিংভি সহ অন্যান্যরা বারবার বলেছেন করেছেন প্যান্ডেমিক পরিস্থিতিতে সিবিআইয়ের এই তৎপরতা আসলে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিচ্ছে ।

আরও পড়ুন : বাড়িতেই করা যাবে কোভিড পরীক্ষা , অনুমোদন দিল আইসিএমআর

আশা করা যাচ্ছে আজ বিকেলের মধ্যেই জানা যাবে বল কোন দিকে গড়াতে চলেছে । তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই মামলায় চার হেভিওয়েটের গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, সিবিআই অফিসে গিয়ে অবস্থান করা পাশাপাশি আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্কশাল কোর্ট এ উপস্থিতি এগুলোই এখন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে । অভিযুক্তদের জামিন না দেওয়ার পক্ষে এই বিষয়গুলি কেই সিবিআই হাতিয়ার করছে । সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,আইন মন্ত্রি মলয় ঘটক ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও নারদা মামলা ভিন রাজ্যে স্থানান্তর করার মামলায় পার্টি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.