ETV Bharat / city

Calcutta High Court : মেট্রো ডেয়ারি মামলাতেও কি সিবিআই? রাত পোহালেই মিলবে জবাব - কলকাতা হাইকোর্ট

সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হল কার স্বার্থে? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মেট্রো ডেয়ারির (Metro Dairy Limited) শেয়ার বিক্রিতে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলা করেছিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)৷ তাঁর দাবি, সিবিআই তদন্ত ৷ সোমবার সেই মামলার রায় দেবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava) ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চ ৷

Calcutta High Court will declare verdict on monday in Metro Dairy Limited case
Calcutta High Court: মেট্রো ডেয়ারি মামলাতেও কি সিবিআই? রাত পোহালেই মিলবে জবাব
author img

By

Published : Jun 12, 2022, 8:32 PM IST

কলকাতা, 12 জুন: মেট্রো ডেয়ারির (Metro Dairy Limited) শেয়ার বিক্রিতে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার রায়দান হতে চলেছে সোমবার (13 জুন, 2022) । দীর্ঘ চার বছর ধরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি চলেছে ৷ সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava) ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল ৷

2018 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জনগণের সম্পত্তি জলের দরে বিদেশি সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁর অভিযোগ ছিল, অন্তত 500 কোটি টাকার এই সরকারি সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুরো কাজটাই করা হয়েছে চুপচাপ ৷ যাতে কারও এই অনিয়মে চোখ না পড়ে ! গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলেন অধীর ৷ সোমবার জানা যাবে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে যাবে কিনা ৷

আরও পড়ুন: Calcutta High Court: বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট

মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, তারা এই মামলার তদন্ত করতে চায় কি না ৷ সিবিআই-এর তরফে জানানো হয়েছিল, তারা তদন্তের জন্য প্রস্তুত ৷ আদালত নির্দেশ দিলেই কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তের কাজে নেমে পড়বেন ৷

সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ ছিল, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেন্টর গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার ৷ সেই 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেন্টর গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় ! তথ্য বলছে, 2017 সালের মে মাসে শেয়ার বিক্রির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, তা কোনও প্রথম সারির সংবাদপত্রে প্রকাশ করা হয়নি ৷ পাশাপাশি, 10 লক্ষ টাকার বন্ডও জমা করার নির্দেশ দেওয়া হয় ৷ অধীরের দাবি, রাজ্যের মনোভাবটাই এমন ছিল, যাতে কোনও সংস্থা এই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে !

আদালতে অধীর দাবি করেছেন, এই গোটা প্রক্রিয়ায় রাজ্যের অন্তত 500 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হল কার স্বার্থে, তা জানতেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

কলকাতা, 12 জুন: মেট্রো ডেয়ারির (Metro Dairy Limited) শেয়ার বিক্রিতে জালিয়াতির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলার রায়দান হতে চলেছে সোমবার (13 জুন, 2022) । দীর্ঘ চার বছর ধরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি চলেছে ৷ সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava) ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল ৷

2018 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) জনগণের সম্পত্তি জলের দরে বিদেশি সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁর অভিযোগ ছিল, অন্তত 500 কোটি টাকার এই সরকারি সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুরো কাজটাই করা হয়েছে চুপচাপ ৷ যাতে কারও এই অনিয়মে চোখ না পড়ে ! গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলেন অধীর ৷ সোমবার জানা যাবে এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে যাবে কিনা ৷

আরও পড়ুন: Calcutta High Court: বাংলাদেশে পাচার হয়ে যাওয়া কিশোরীকে দেশে ফেরাতে তৎপর কলকাতা হাইকোর্ট

মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, তারা এই মামলার তদন্ত করতে চায় কি না ৷ সিবিআই-এর তরফে জানানো হয়েছিল, তারা তদন্তের জন্য প্রস্তুত ৷ আদালত নির্দেশ দিলেই কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তের কাজে নেমে পড়বেন ৷

সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ ছিল, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির ক্যাভেন্টর গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার ৷ সেই 47 শতাংশের মধ্যে থেকে ক্যাভেন্টর গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় ! তথ্য বলছে, 2017 সালের মে মাসে শেয়ার বিক্রির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, তা কোনও প্রথম সারির সংবাদপত্রে প্রকাশ করা হয়নি ৷ পাশাপাশি, 10 লক্ষ টাকার বন্ডও জমা করার নির্দেশ দেওয়া হয় ৷ অধীরের দাবি, রাজ্যের মনোভাবটাই এমন ছিল, যাতে কোনও সংস্থা এই শেয়ার বিক্রির প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে !

আদালতে অধীর দাবি করেছেন, এই গোটা প্রক্রিয়ায় রাজ্যের অন্তত 500 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ সাধারণ মানুষের সম্পত্তি জলের দরে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হল কার স্বার্থে, তা জানতেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.