ETV Bharat / city

HC over Rampurhat Massacre Case : রামপুরহাট গণহত্যায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ আদালতের, শুনানি দুপুর 2টোয়

উপপ্রধানকে খুন ৷ তারপর প্রায় 10টি বাড়ি জ্বালিয়ে দেওয়া ৷ এই ঘটনায় তোলপাড় রাজ্য ৷ এই ঘটনাকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court over Rampurhat Massacre) ৷

Rampurhat Massacre case in Calcutta High Court
রামপুরহাটের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টে
author img

By

Published : Mar 23, 2022, 11:50 AM IST

Updated : Mar 23, 2022, 4:20 PM IST

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটে উপপ্রধান খুনের পাল্টা 10টি বাড়িতে আগুন লাগিয়ে গণহত্যা ৷ এই ঘটনার মামলাকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বুধবার সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আদালত কক্ষে ডেকে পাঠান ৷ রামপুরহাট গণহত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কতগুলি মামলা দায়ের হয়েছে এবং কী তদন্ত হয়েছে, সেই সবকিছু আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত । আদালত চায় এই ঘটনায় যথাযথ তদন্ত হোক। আজ বেলা 2টায় এই মামলার শুনানি (Calcutta High Court takes suo moto over Rampurhat Massacre) ।

সোমবার, 21 মার্চ রাতে রামপুরহাটের বড়শালে উপপ্রধানকে বোমা মেরে খুন করা হয় । মারা যান বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখ । তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন । ওইদিন রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । সরকারি ভাবে জানানো হয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন । কিন্তু বেসরকারি মতে এই সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে । মৃতদের বেশিরভাগ মহিলা ও শিশু । ইতিমধ্যে এর তদন্তভার নিয়েছে সিআইডি । এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে গতকাল মামলা করে বিজেপি লিগ্যাল সেলের আইনজীবীরা ৷

আরও পড়ুন : BJP MLAs Towards Rampurhat : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস

পাশাপাশি পুড়িয়ে মারার ঘটনায় আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । তাঁর দাবি, গোটা ঘটনার তদন্তভার সিবিআই ও এনআইএ-র হাতে দেওয়া হোক । এছাড়া মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিক সরকার । এই সব মামলার শুনানি আজ বেলা 2টোর সময় ।

কলকাতা, 23 মার্চ : রামপুরহাটে উপপ্রধান খুনের পাল্টা 10টি বাড়িতে আগুন লাগিয়ে গণহত্যা ৷ এই ঘটনার মামলাকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বুধবার সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে আদালত কক্ষে ডেকে পাঠান ৷ রামপুরহাট গণহত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কতগুলি মামলা দায়ের হয়েছে এবং কী তদন্ত হয়েছে, সেই সবকিছু আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত । আদালত চায় এই ঘটনায় যথাযথ তদন্ত হোক। আজ বেলা 2টায় এই মামলার শুনানি (Calcutta High Court takes suo moto over Rampurhat Massacre) ।

সোমবার, 21 মার্চ রাতে রামপুরহাটের বড়শালে উপপ্রধানকে বোমা মেরে খুন করা হয় । মারা যান বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখ । তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন । ওইদিন রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । সরকারি ভাবে জানানো হয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন । কিন্তু বেসরকারি মতে এই সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে । মৃতদের বেশিরভাগ মহিলা ও শিশু । ইতিমধ্যে এর তদন্তভার নিয়েছে সিআইডি । এই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে গতকাল মামলা করে বিজেপি লিগ্যাল সেলের আইনজীবীরা ৷

আরও পড়ুন : BJP MLAs Towards Rampurhat : রামপুরহাটে যাচ্ছেন 55 বিজেপি বিধায়ক, কিড স্ট্রিট থেকে ছাড়ল দু'টি বাস

পাশাপাশি পুড়িয়ে মারার ঘটনায় আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । তাঁর দাবি, গোটা ঘটনার তদন্তভার সিবিআই ও এনআইএ-র হাতে দেওয়া হোক । এছাড়া মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিক সরকার । এই সব মামলার শুনানি আজ বেলা 2টোর সময় ।

Last Updated : Mar 23, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.