কলকাতা, 12 অগস্ট : ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে অর্থ উদ্ধার (Jharkhand MLA Money Recovery) বিষয়ে এক্তিয়ার না থাকায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ মামলা পাঠাল ডিভিশন বেঞ্চে । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ নির্দেশে জানায়, এই মামলায় আইপিসি 467 ধারা যুক্ত করা হয়েছে, যাতে 10 বছর পর্যন্ত সাজা হতে পারে দোষীদের । তাই এই মামলা শোনার এক্তিয়ার একক বেঞ্চের নেই । বিধায়কদের জামিনের বিষয়ে এবার শুনানি হবে ডিভিশন বেঞ্চে ।
এদিন মামলার শুনানিতে বিধায়কদের তরফে আইনজীবী শেখর বোস বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই বিধায়কদের গতকাল বিশেষ আদালতে তোলা হয়েছিল ৷ তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । তার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিধায়কদের একাধিক বার তোলা হয়, যা বেআইনি । পাশাপাশি 467 যুক্ত করা হয় জামিনের আবেদন হাইকোর্টে চলাকালীন ।’’ অন্যদিকে রাজ্যের আইনজীবী শ্বাশতগোপাল মুখোপাধ্যায় এদিন কেস ডায়েরি জমা করেন আদালতে ।
তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ বলেন, ‘‘এই মামলায় যে ধারা যুক্ত করা হয়েছে তাতে 10 বছর সাজা হয় তাই দুর্নীতি দমন আইন অনুযায়ী, এই জামিনের আবেদন সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে না ।’’ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা থেকে অব্যাহতি নেন এবং জামিন সংক্রান্ত মামলাটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্দেশ দিয়েছেন ।
উল্লেখ্য, প্রায় 50 লক্ষ টাকা নগদ-সহ ঝাড়খণ্ডের তিন বিধায়ককে গ্রেফতার করেছিল হাওড়ার পাঁচলা থানা । তাতেই জামিনের আবেদন জানিয়েছেন বিধায়করা ।
আরও পড়ুন : ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল