কলকাতা, 12 অগস্ট: পশ্চিমবঙ্গের নিম্ন আদালতগুলিতে ইন্টারনেট পরিষেবার (Internet Connectivity in Lower Courts) পরিস্থিতি জানতে চেয়ে রাজ্যের (West Bengal Government) কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে ৷ শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
মামলাকারী মঙ্গলকুমার সর্দারের আবেদন, রাজ্যের বিভিন্ন ট্রাইব্যুনাল-সহ সমস্ত আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির পরিষেবা চালু করা হোক ৷ তবে, ভার্চুয়াল শুনানি করতে হলে ইন্টারনেট পরিষেবা থাকা আবশ্যিক ৷ কিন্তু, জেলা আদালত-সহ বহু ট্রাইব্যুনালেই সেই পরিষেবা নেই ৷
আরও পড়ুন: HC Orders on DA Case মহার্ঘভাতা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের
কলকাতা হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে এদিনের এজলাসে জানানো হয়, রাজ্যের 83টি আদালতে ইন্টারনেট পরিষেবা বহাল রয়েছে ৷ ফলে সেই আদালতগুলিতে ভার্চুয়াল শুনানি নিয়ে কোনও সমস্যা নেই ৷ কিন্তু, এখনও অন্তত 10টি আদালতে ইন্টারনেট পরিষেবা নেই ৷ ফলে সেই আদালতগুলিতে অবিলম্বে ভার্চুয়াল শুনানি করা সম্ভব নয় ৷
যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত আদালতের পরিষেবা বা পরিকাঠামোর দায়িত্ব রাজ্য প্রশাসনের, তাই রাজ্যের কাছেই সমস্ত আদালতে ভার্চুয়াল শুনানির জন্য প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 23 সেপ্টেম্বর ৷