ETV Bharat / city

Arjun Singh: নিরাপত্তা প্রত্যাহারে ক্ষুব্ধ অর্জুন, মামলা দায়েরের অনুমতি আদালতের - কলকাতা

সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা (Zed Plus Category Security) প্রত্যাহার ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা রুজু ব্যারাকপুরের সাংসদের ৷ বিচারপতি শম্পা সরকার (Justice Shampa Sarkar) মামলাটি শুনতে রাজি না হলেও পরে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন ৷

Calcutta High Court refuses to hear Arjun Singh Case on his security withdrawn
Arjun Singh: নিরাপত্তা প্রত্যাহারে ক্ষুব্ধ অর্জুন, সাংসদের মামলা শুনলই না কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 7, 2022, 12:17 PM IST

Updated : Jul 7, 2022, 9:04 PM IST

কলকাতা, 7 জুলাই: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই হারাতে হল জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা (Zed Plus Category Security) ৷ ঘটনায় ক্ষুব্ধ ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ 'সুবিচারের দাবি'তে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ কিন্তু, প্রথমে আদালত তাঁর আবেদন শুনতেই রাজি হয়নি ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এ নিয়ে একটি মামলা রুজু করেন অর্জুন ৷ মামলাটি ওঠে বিচারপতি শম্পা সরকারের (Justice Shampa Sarkar) এজলাসে ৷ কিন্তু, বিচারপতি সরকার সাফ জানিয়ে দেন, তাঁর পক্ষে এই মামলাটি শোনা সম্ভব নয় ৷ কারণ, তাঁর সেই এক্তিয়ারই নেই ৷ পরে অবশ্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন ৷

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অর্জুন সিংকে একটি চিঠি পাঠানো হয় ৷ তাতে জানানো হয়েছে, সাংসদের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ অর্জুন ৷ তাঁর বক্তব্য, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ৷ সংসদের সদস্য ৷ তাহলে কেন তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল ? এই একই যুক্তি দেখিয়ে আদালতে মামলা রুজু করেছিলেন অর্জুন ৷ কিন্তু, বিচারপতি জানান, নিরাপত্তার এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ৷ এটি পুলিশি নিষ্ক্রিয়তার কোনও ঘটনা নয় ৷ তাই এই বিষয়ে মামলা করতে হলে, তা নির্দিষ্ট বেঞ্চেই করতে হবে ৷ সিঙ্গল বেঞ্চের এই মামলা শোনার এক্তিয়ার নেই ৷ এরপর বাধ্য হয়েই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে যেতে হয় অর্জুনের আইনজীবীকে ৷

আরও পড়ুন: Arjun Singh Reaction: 'সরাসরি পারছে না, তাই ঘুরপথে মহারাষ্ট্রের দখল নিতে চাইছে বিজেপি', কটাক্ষ অর্জুনের

প্রসঙ্গত, বেশ কয়েক বছর বিজেপি-তে কাটানোর পর গত মে মাসে তৃণমূলে ফেরেন অর্জুন ৷ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা রাজ্যের শাসকদলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে পুরনো শিবিরে ফেরেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, বিজেপি ছাড়াতেই অর্জুনের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ৷

কলকাতা, 7 জুলাই: বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতেই হারাতে হল জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা (Zed Plus Category Security) ৷ ঘটনায় ক্ষুব্ধ ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ 'সুবিচারের দাবি'তে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ কিন্তু, প্রথমে আদালত তাঁর আবেদন শুনতেই রাজি হয়নি ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এ নিয়ে একটি মামলা রুজু করেন অর্জুন ৷ মামলাটি ওঠে বিচারপতি শম্পা সরকারের (Justice Shampa Sarkar) এজলাসে ৷ কিন্তু, বিচারপতি সরকার সাফ জানিয়ে দেন, তাঁর পক্ষে এই মামলাটি শোনা সম্ভব নয় ৷ কারণ, তাঁর সেই এক্তিয়ারই নেই ৷ পরে অবশ্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন ৷

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অর্জুন সিংকে একটি চিঠি পাঠানো হয় ৷ তাতে জানানো হয়েছে, সাংসদের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ অর্জুন ৷ তাঁর বক্তব্য, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ৷ সংসদের সদস্য ৷ তাহলে কেন তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হল ? এই একই যুক্তি দেখিয়ে আদালতে মামলা রুজু করেছিলেন অর্জুন ৷ কিন্তু, বিচারপতি জানান, নিরাপত্তার এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ৷ এটি পুলিশি নিষ্ক্রিয়তার কোনও ঘটনা নয় ৷ তাই এই বিষয়ে মামলা করতে হলে, তা নির্দিষ্ট বেঞ্চেই করতে হবে ৷ সিঙ্গল বেঞ্চের এই মামলা শোনার এক্তিয়ার নেই ৷ এরপর বাধ্য হয়েই বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে যেতে হয় অর্জুনের আইনজীবীকে ৷

আরও পড়ুন: Arjun Singh Reaction: 'সরাসরি পারছে না, তাই ঘুরপথে মহারাষ্ট্রের দখল নিতে চাইছে বিজেপি', কটাক্ষ অর্জুনের

প্রসঙ্গত, বেশ কয়েক বছর বিজেপি-তে কাটানোর পর গত মে মাসে তৃণমূলে ফেরেন অর্জুন ৷ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা রাজ্যের শাসকদলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে পুরনো শিবিরে ফেরেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, বিজেপি ছাড়াতেই অর্জুনের জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ৷

Last Updated : Jul 7, 2022, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.