ETV Bharat / city

Cal HC on Protest Rally : শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যাবে না, জানিয়ে দিল হাইকোর্ট

author img

By

Published : Jun 9, 2022, 3:26 PM IST

রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যায় না (Calcutta High Court on Protest Rally) ।

Cal HC News
শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যাবে না

কলকাতা, 9 জুন : শর্তসাপেক্ষে মহার্ঘ ভাতার দাবি নিয়ে করা মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যায় না । তাই এই অধিকার দিতেই হবে । বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মিছিল-সভার জন্য 4 ঘণ্টা সময় দেওয়া হবে । তার মধ্যেই পুরো কর্মসূচি সম্পন্ন করতে হবে । তবে কর্মসূচি থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না (The right to peaceful Protest and Procession can not be curtailed) ।

আদালতের নির্দেশ :

  • শান্তিপূর্ণ মিছিল হতে হবে ।
  • ব্যানার-ফেস্টুন ব্যবহার করা যাবে ।
  • অমার্জিত কথা ভাষণে বলা যাবে না ।
  • বেলা 12টা থেকে 3.45 এর মধ্যে মিছিল করা যাবে । শেষ 1 ঘণ্টা মিটিং করা যাবে ।
  • বিকাল 4টের মধ্যে রাস্তা খালি করতে হবে ।

গত মাসে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট । সেই নির্দেশ কার্যকর না করার জন্য রাস্তায় নেমে প্রতিবাদের কথা জানায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন । 11 জুন, শনিবার তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দেয় । অভিযোগ, পুলিশ সেই অনুমতি দেয়নি । তারই প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন : তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সংগঠনের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সরকারি কর্মচারী মিলিয়ে এই মিছিলে চার-পাঁচ হাজারের মতো লোক জমায়েত হওয়ার কথা । পুলিশ সেই অনুমতি দেয়নি । হাইকোর্ট জানিয়েছে, মিছিল ও মিছিলের শেষে সভা করা যাবে । বিকেল 3.45 মিনিটের মধ্যে সমস্ত কর্মসূচি শেষ করতে হবে । বিকেল 4টের মধ্যে জায়গা খালি করে দিতে হবে ।’’

কলকাতা, 9 জুন : শর্তসাপেক্ষে মহার্ঘ ভাতার দাবি নিয়ে করা মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের অধিকার খর্ব করা যায় না । তাই এই অধিকার দিতেই হবে । বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মিছিল-সভার জন্য 4 ঘণ্টা সময় দেওয়া হবে । তার মধ্যেই পুরো কর্মসূচি সম্পন্ন করতে হবে । তবে কর্মসূচি থেকে কোনও উসকানিমূলক মন্তব্য করা যাবে না (The right to peaceful Protest and Procession can not be curtailed) ।

আদালতের নির্দেশ :

  • শান্তিপূর্ণ মিছিল হতে হবে ।
  • ব্যানার-ফেস্টুন ব্যবহার করা যাবে ।
  • অমার্জিত কথা ভাষণে বলা যাবে না ।
  • বেলা 12টা থেকে 3.45 এর মধ্যে মিছিল করা যাবে । শেষ 1 ঘণ্টা মিটিং করা যাবে ।
  • বিকাল 4টের মধ্যে রাস্তা খালি করতে হবে ।

গত মাসে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট । সেই নির্দেশ কার্যকর না করার জন্য রাস্তায় নেমে প্রতিবাদের কথা জানায় উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন । 11 জুন, শনিবার তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের ডাক দেয় । অভিযোগ, পুলিশ সেই অনুমতি দেয়নি । তারই প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনের সদস্যরা ।

আরও পড়ুন : তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সংগঠনের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সরকারি কর্মচারী মিলিয়ে এই মিছিলে চার-পাঁচ হাজারের মতো লোক জমায়েত হওয়ার কথা । পুলিশ সেই অনুমতি দেয়নি । হাইকোর্ট জানিয়েছে, মিছিল ও মিছিলের শেষে সভা করা যাবে । বিকেল 3.45 মিনিটের মধ্যে সমস্ত কর্মসূচি শেষ করতে হবে । বিকেল 4টের মধ্যে জায়গা খালি করে দিতে হবে ।’’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.