কলকাতা, 10 অগস্ট: ঝাড়খণ্ড বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আগামিকাল রাজ্যকে কেস ডায়েরি আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ জানিয়েছে, কোনও মামলায় যদি দেখা যায় 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেই ধরনের মামলার শুনানি হয় শুধুমাত্র ডিভিশন বেঞ্চেই (Calcutta High Court orders state govt to submit case diary)। এ ব্যাপারে মামলাকারীদের তরফে আগামিকাল বক্তব্য পেশ করবেন আইনজীবী শেখর বোস ।
গত 31 জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে ৷ ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল ৷
আরও পড়ুন: ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল
পুলিশ জানিয়েছে, বিধায়কদের গাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই টাকা তাঁরা কোথা থেকে পেলেন, তার সন্তোষজনক ব্যাখ্যা কেউই দিতে পারেননি ৷ ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের বিরুদ্ধে বিধায়করা ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন । একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে জামিনের আবেদনও জানিয়েছিলেন তাঁরা ।