ETV Bharat / city

Jharkhand MLA Arrest Case: ঝাড়খণ্ড-কাণ্ডে বৃহস্পতিবার রাজ্যকে কেস ডায়েরি আনার নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

ঝাড়খণ্ড বিধায়কদের (Jharkhand MLA Arrest Case) জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আগামিকাল রাজ্যকে কেস ডায়েরি (Calcutta High Court orders state govt to submit case diary) আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

calcutta-high-court-orders-state-govt-to-submit-case-diary-of-jharkhand-mla-arrest-incident-tomorrow
ঝাড়খণ্ড-মামলায় বৃহস্পতিবার রাজ্যকে কেস ডাইরি আনার নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Aug 10, 2022, 6:02 PM IST

কলকাতা, 10 অগস্ট: ঝাড়খণ্ড বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আগামিকাল রাজ্যকে কেস ডায়েরি আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ জানিয়েছে, কোনও মামলায় যদি দেখা যায় 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেই ধরনের মামলার শুনানি হয় শুধুমাত্র ডিভিশন বেঞ্চেই (Calcutta High Court orders state govt to submit case diary)। এ ব্যাপারে মামলাকারীদের তরফে আগামিকাল বক্তব্য পেশ করবেন আইনজীবী শেখর বোস ।

গত 31 জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে ৷ ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

পুলিশ জানিয়েছে, বিধায়কদের গাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই টাকা তাঁরা কোথা থেকে পেলেন, তার সন্তোষজনক ব্যাখ্যা কেউই দিতে পারেননি ৷ ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের বিরুদ্ধে বিধায়করা ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন । একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে জামিনের আবেদনও জানিয়েছিলেন তাঁরা ।

কলকাতা, 10 অগস্ট: ঝাড়খণ্ড বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আগামিকাল রাজ্যকে কেস ডায়েরি আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ জানিয়েছে, কোনও মামলায় যদি দেখা যায় 7 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেই ধরনের মামলার শুনানি হয় শুধুমাত্র ডিভিশন বেঞ্চেই (Calcutta High Court orders state govt to submit case diary)। এ ব্যাপারে মামলাকারীদের তরফে আগামিকাল বক্তব্য পেশ করবেন আইনজীবী শেখর বোস ।

গত 31 জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে ৷ ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ড-কাণ্ডে সিআইডি-র হাতে গ্রেফতার ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

পুলিশ জানিয়েছে, বিধায়কদের গাড়ি থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ এই টাকা তাঁরা কোথা থেকে পেলেন, তার সন্তোষজনক ব্যাখ্যা কেউই দিতে পারেননি ৷ ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ রাজ্য পুলিশকেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে । সেই নির্দেশের বিরুদ্ধে বিধায়করা ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন । একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে জামিনের আবেদনও জানিয়েছিলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.