ETV Bharat / city

HC on GTA Election : জিটিএ-র নির্বাচনী ফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর - GTA Election

জিটিএ নির্বাচন হয়ে গেলেও কলকাতা হাইকোর্টে করা মামলার ফলের উপর নির্ভর করবে নির্বাচনের ভবিষ্যৎ ৷ 21 জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । জিটিএ গড়ে ওঠার পরে তার কিছু বিধি চ্যালেঞ্জ করে একাধিক মামলা করা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court orders on GTA Election)।

GTA Election News
HC
author img

By

Published : May 19, 2022, 1:23 PM IST

কলকাতা 19 মে : জিটিএ নির্বাচনের জন্য দার্জিলিংয়ের জেলাশাসককে নির্বাচনী আধিকারিক হিসেবে জারি করা রাজ্যের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । তবে 21 জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে (Calcutta High Court orders on GTA Election)।

জিটিএ গড়ে ওঠার পরে তার কিছু বিধি চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলার শুনানি না হওয়ায় সুপ্রিম কোর্ট দু’বার নির্দেশ দেয় হাইকোর্টকে, দ্রুত সেই মামলাগুলোর নিষ্পত্তি করতে । কিন্তু এখনও সেই মামলাগুলির মীমাংসা হয়নি হাইকোর্টে । এর মধ্যে 2017 সাল থেকে জিটিএ নির্বাচন হয়নি । সেখানে প্রশাসক বসানো রয়েছে । এই অবস্থায় হঠাৎ কেন রাজ্য তড়িঘড়ি সেখানে ভোটের প্রস্তুতি নিচ্ছে, সেই প্রশ্ন তুলে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে । কিন্তু আদালত এদিন জানিয়ে দেয়, 21 জুন মূল মামলাগুলির সঙ্গেই এই মামলা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে । তার মধ্যে যদি নির্বাচন হয়েও যায়, মূল মামলার ফলের উপরেই নির্ভর করবে সেই নির্বাচনের ভবিষ্যৎ (HC on GTA Election) ।

আরও পড়ুন : GTA election Preparation: জিটিএ নির্বাচনের প্রস্তুতি শুরু, মুখ্য নির্বাচনী আধিকারিক দার্জিলিঙের জেলাশাসক

উল্লেখ্য, জুন মাসেই জিটিএ নির্বাচন সারতে চায় রাজ্য সরকার বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিমল গুরুং আপত্তি জানিয়েছেন আগেই । তিনি রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনশনে বসারও হুমকি দিয়েছেন । রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মামলা দায়ের করেছিল হাইকোর্টে ।

কলকাতা 19 মে : জিটিএ নির্বাচনের জন্য দার্জিলিংয়ের জেলাশাসককে নির্বাচনী আধিকারিক হিসেবে জারি করা রাজ্যের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । তবে 21 জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে (Calcutta High Court orders on GTA Election)।

জিটিএ গড়ে ওঠার পরে তার কিছু বিধি চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলার শুনানি না হওয়ায় সুপ্রিম কোর্ট দু’বার নির্দেশ দেয় হাইকোর্টকে, দ্রুত সেই মামলাগুলোর নিষ্পত্তি করতে । কিন্তু এখনও সেই মামলাগুলির মীমাংসা হয়নি হাইকোর্টে । এর মধ্যে 2017 সাল থেকে জিটিএ নির্বাচন হয়নি । সেখানে প্রশাসক বসানো রয়েছে । এই অবস্থায় হঠাৎ কেন রাজ্য তড়িঘড়ি সেখানে ভোটের প্রস্তুতি নিচ্ছে, সেই প্রশ্ন তুলে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে । কিন্তু আদালত এদিন জানিয়ে দেয়, 21 জুন মূল মামলাগুলির সঙ্গেই এই মামলা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে । তার মধ্যে যদি নির্বাচন হয়েও যায়, মূল মামলার ফলের উপরেই নির্ভর করবে সেই নির্বাচনের ভবিষ্যৎ (HC on GTA Election) ।

আরও পড়ুন : GTA election Preparation: জিটিএ নির্বাচনের প্রস্তুতি শুরু, মুখ্য নির্বাচনী আধিকারিক দার্জিলিঙের জেলাশাসক

উল্লেখ্য, জুন মাসেই জিটিএ নির্বাচন সারতে চায় রাজ্য সরকার বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিমল গুরুং আপত্তি জানিয়েছেন আগেই । তিনি রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনশনে বসারও হুমকি দিয়েছেন । রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট মামলা দায়ের করেছিল হাইকোর্টে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.