ETV Bharat / city

DA case: ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকারী কর্মচারীরা (Bengal Government Employees) কেন্দ্রের হারে কি মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন ? সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার ৷ শুক্রবার সেই মামলার শুনানি শেষ হল ৷ আদালত রায়দান স্থগিত রেখেছে ৷

Calcutta High Court has reserved its order in DA case
DA case: ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Sep 9, 2022, 5:58 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি শেষ হল শুক্রবার । তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । শীঘ্রই এই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ।

গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে জানান, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) রাজ্যের সামর্থ্য মতো ইতিমধ্যেই দেওয়া হয়েছে । রাজ্যের পক্ষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 20 মে মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধন করার আর্জি জানান তিনি ।

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যে পালটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালত অত্যন্ত সচেতন হয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কর্মচারীদের অধিকারের দিকে তাকিয়ে । রাজ্য ডিএ না দিয়ে অকারণ সময় নষ্ট করছে । ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের (Bengal Government Employees) মধ্যে কোনও বৈষম্য করা চলে না । দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্যের কর্মচারী যদি কেন্দ্রীয় হারে ডিএ পান, তাহলে অন্যান্যদের ও অধিকার ওই হারেই ডিএ পাওয়ার ।’’ এর পর তিনি বলেন, ‘‘আইন অনুযায়ী মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের অধিকার । কেন্দ্র-রাজ্য প্রত্যেক বছর মূল্যায়নের ভিত্তিতে মহার্ঘ ভাতা ঠিক করবে সেটাই আইন । ফলে এখানে নির্দেশের রিভিউ করার কোনও জায়গাই নেই ।’’

পাশাপাশি কর্মচারীদের পক্ষে আর এক আইনজীবী কল্লোল বসু সুপ্রিম কোর্টের (Supreme Court) একাধিক রায় উল্লেখ করে দেখান ডিএ কর্মচারীদের আইন সঙ্গত অধিকার । ফলে ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনা করার কোনও জায়গায় নেই । সব পক্ষের বক্তব্যর পর আপাতত রায়দান স্থগিত রয়েছে ।

আরও পড়ুন : স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার শুনানি শেষ হল শুক্রবার । তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । শীঘ্রই এই মামলার রায়দান করা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ।

গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় শুনানিতে জানান, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) রাজ্যের সামর্থ্য মতো ইতিমধ্যেই দেওয়া হয়েছে । রাজ্যের পক্ষে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 20 মে মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধন করার আর্জি জানান তিনি ।

এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যে পালটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালত অত্যন্ত সচেতন হয়েই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কর্মচারীদের অধিকারের দিকে তাকিয়ে । রাজ্য ডিএ না দিয়ে অকারণ সময় নষ্ট করছে । ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের (Bengal Government Employees) মধ্যে কোনও বৈষম্য করা চলে না । দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্যের কর্মচারী যদি কেন্দ্রীয় হারে ডিএ পান, তাহলে অন্যান্যদের ও অধিকার ওই হারেই ডিএ পাওয়ার ।’’ এর পর তিনি বলেন, ‘‘আইন অনুযায়ী মূল্যবৃদ্ধির নিরিখে মহার্ঘ ভাতা পাওয়া কর্মচারীদের অধিকার । কেন্দ্র-রাজ্য প্রত্যেক বছর মূল্যায়নের ভিত্তিতে মহার্ঘ ভাতা ঠিক করবে সেটাই আইন । ফলে এখানে নির্দেশের রিভিউ করার কোনও জায়গাই নেই ।’’

পাশাপাশি কর্মচারীদের পক্ষে আর এক আইনজীবী কল্লোল বসু সুপ্রিম কোর্টের (Supreme Court) একাধিক রায় উল্লেখ করে দেখান ডিএ কর্মচারীদের আইন সঙ্গত অধিকার । ফলে ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনা করার কোনও জায়গায় নেই । সব পক্ষের বক্তব্যর পর আপাতত রায়দান স্থগিত রয়েছে ।

আরও পড়ুন : স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.