ETV Bharat / city

Calcutta High Court: মেয়াদ শেষের আগেই বরখাস্ত উপাচার্য ! সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ আদালতের

মেয়াদ শেষের আগেই বরখাস্ত মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Maulana Abul Kalam Azad University of Technology) উপাচার্য সৈকত মৈত্র ৷ সরকারি নির্দেশিকার উপর সাত দিনের স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷

Calcutta High Court gives stay order on State Government notice regarding termination of MAKAUT VC
Calcutta High Court: মেয়াদ শেষের আগেই বরখাস্ত উপাচার্য ! সরকারি নির্দেশিকায় স্থগিতাদেশ আদালতের
author img

By

Published : Aug 1, 2022, 8:27 PM IST

কলকাতা, 1 অগস্ট: রাজ্য সরকারের (State Government) সিদ্ধান্তকে 'চ্যালেঞ্জ' করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Maulana Abul Kalam Azad University of Technology) উপাচার্য সৈকত মৈত্র ৷ তাঁর এই আবেদনের ভিত্তিতেই সৈকতকে তাঁর পদ থেকে অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর সাত দিনের জন্য স্থগিতাদেশ জারি করল আদালত ৷

গত 29 জুলাই সৈকত মৈত্রকে তাঁর পদ থেকে অপসারিত করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷ এর বিরুদ্ধে হাইকোর্টের মামলা রুজু করেন সৈকত ৷ তাঁর প্রশ্ন, মেয়াদ শেষ হওয়ার আগেই কেন তাঁকে এভাবে অপসারিত করা হল ? সরকারের এই পদক্ষেপ আইন-বিরুদ্ধে বলেও দাবি করেন মামলাকারী ৷ আদালতকে তিনি জানান, 2017 সালের 21 ফেব্রুয়ারি তাঁকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করা হয় ৷ পরবর্তীতে 2021 সালের 26 ফেব্রুয়ারি এই সময়সীমা আরও চার বছরের জন্য বাড়ানো হয় ৷ এরপর হঠাৎই কোনও কিছু না জানিয়ে গত 29 জুলাই সৈকতকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Misuse of Red Beacon: লাল বাতির অপব্যবহার রুখতে কী করছে রাজ্য ? জবাব চাইল কলকাতা হাইকোর্ট

সোমবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে শুনানির জন্য ওঠে মামলাটি ৷ মামলাকারীর আবেদন শোনার পর সরকারি নির্দেশিকার উপর সাত দিনের স্থগিতাদেশ দেন বিচারপতি ৷ মঙ্গলবার (2 অগস্ট, 2022) দুপুর 12টায় মামলাটির পরবর্তী শুনানি হবে ৷

কলকাতা, 1 অগস্ট: রাজ্য সরকারের (State Government) সিদ্ধান্তকে 'চ্যালেঞ্জ' করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Maulana Abul Kalam Azad University of Technology) উপাচার্য সৈকত মৈত্র ৷ তাঁর এই আবেদনের ভিত্তিতেই সৈকতকে তাঁর পদ থেকে অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর সাত দিনের জন্য স্থগিতাদেশ জারি করল আদালত ৷

গত 29 জুলাই সৈকত মৈত্রকে তাঁর পদ থেকে অপসারিত করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷ এর বিরুদ্ধে হাইকোর্টের মামলা রুজু করেন সৈকত ৷ তাঁর প্রশ্ন, মেয়াদ শেষ হওয়ার আগেই কেন তাঁকে এভাবে অপসারিত করা হল ? সরকারের এই পদক্ষেপ আইন-বিরুদ্ধে বলেও দাবি করেন মামলাকারী ৷ আদালতকে তিনি জানান, 2017 সালের 21 ফেব্রুয়ারি তাঁকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ করা হয় ৷ পরবর্তীতে 2021 সালের 26 ফেব্রুয়ারি এই সময়সীমা আরও চার বছরের জন্য বাড়ানো হয় ৷ এরপর হঠাৎই কোনও কিছু না জানিয়ে গত 29 জুলাই সৈকতকে বরখাস্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Misuse of Red Beacon: লাল বাতির অপব্যবহার রুখতে কী করছে রাজ্য ? জবাব চাইল কলকাতা হাইকোর্ট

সোমবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে শুনানির জন্য ওঠে মামলাটি ৷ মামলাকারীর আবেদন শোনার পর সরকারি নির্দেশিকার উপর সাত দিনের স্থগিতাদেশ দেন বিচারপতি ৷ মঙ্গলবার (2 অগস্ট, 2022) দুপুর 12টায় মামলাটির পরবর্তী শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.